ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫ ০১:২৩ এএম
বজ্রসহ কালবৈশাখী ঝড়ে দেশের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু
বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। রবিবার (১১ মে) দুপুর থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কৃষক, শ্রমিক, শিশু ও সাধারণ পথচারী রয়েছেন।
জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে, নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জন, কিশোরগঞ্জে ৪ জন, ময়মনসিংহে ২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১ জন, নওগাঁয় ১ জন, হবিগঞ্জে ১ জন এবং শেরপুরের নালিতাবাড়ীতে ১ জন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া:
নাসিরনগর ও আখাউড়া উপজেলায় বজ্রপাতে ৫ জন নিহত হন। নিহতরা হলেন— সরাইলের আবদুর রাজ্জাক, নাসিরনগরের শামসুল হুদা ও জাকিয়া বেগম (৮), আখাউড়ার জামির খাঁ ও সেলিম মিয়া। তারা মাঠে কাজ করছিলেন কিংবা বাইরে অবস্থান করছিলেন বজ্রপাতের সময়।
কিশোরগঞ্জ:
ভৈরব, কুলিয়ারচর ও করিমগঞ্জে বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন— ফয়সাল মিয়া (২৮), ফারুক মিয়া (৬৫), কবির মিয়া (২৫) ও হাদিস মিয়া (৩২)। এ সময় আহত হন হোসেনপুর উপজেলার আবু বকর (৬০)।
ময়মনসিংহ:
সদরের মরাকুড়ি এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে নিহত হন নির্মাণ শ্রমিক সজীব মিয়া (২৫) ও কৃষক সুরুজ মিয়া (৭০)।
চাঁপাইনবাবগঞ্জ:
সদর উপজেলার বুলনপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক মো. কাইমুল (৪০) মারা যান।
নওগাঁ:
মান্দা উপজেলার কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামে বজ্রপাতে মারা যান কৃষক জিল্লুর রহমান। আহত হয়েছেন শফিকুল ইসলাম।
হবিগঞ্জ:
আজমিরীগঞ্জ উপজেলায় ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে প্রাণ হারান সাজু মিয়া (২০)।
শেরপুর:
নালিতাবাড়ীর আন্ধারুপাড়া গ্রামে ধান কাটা শেষে ঘরে ফেরার পথে বজ্রপাতে নিহত হন কৃষিশ্রমিক খবির উদ্দিন (৪৫)। আহত হন তার সঙ্গী সকুল উদ্দিন (২০)।
দুর্যোগ ও দুর্বিপাকে প্রস্তুতি প্রয়োজন
বজ্রপাত ও ঝড়ে একদিনে এত প্রাণহানি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েকদিন বজ্রসহ ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/ হ.র