ছবি: ভোরের আকাশ
গাইবান্ধায় মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় কাজ, ন্যায্য মজুরি ও ট্টেড ইউনিয়ন অধিকার আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ১নং রেলগেট এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী)’র জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিজু, রাজু আহমেদ, মাসুদা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ৫৫ বছরে এদেশের শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি প্রনয়ন, ট্টেড ইউনিয়ন অধিকার প্রনীত হয়নি। অথচ স্বাধীনতা পরবর্তী শ্রমিকরা এদেশের প্রতিটি আন্দোলনে সামনের সারি থেকে লড়েছে এবং অকাতরে জীবন দিয়েছে তার মূল্য কোন সরকারও দেয়নি, এমনকি জুলাই অভ্যুত্থানে শ্রমিকরা বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্খা নিয়ে অকাতরে জীবন দিল তাদের সেই আকাঙ্খা আজও পূরণ হয়নি। অথচ বিভিন্ন কলকারখানায় শ্রমিক নির্যাতন, ছাটাই এমনকি মেরে ফেলার মত ঘটনা ঘটেছে।
বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে পুঁজিবাদী সমাজ ভাংগার লড়াইকে তীব্র করার আহবান জানান। এছাড়া অটোরিকশা, ইজিবাইক, ভ্যান শ্রমিকদের যোক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানান বক্তারা।
শেষে সংগঠনের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ও লাল পতাকা হাতে নিয়ে সংগঠনটির বিভিন্নস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলীকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হযরত আলী উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে। তিনি সান্তাহার ইউপির দুই নম্বর ওয়ার্র্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার সকালে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত বছরের ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামী করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, হযরত আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।ভোরের আকাশ/আজাসা
কুষ্টিয়ায় পদযাত্রার পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারারাত ধরে সন্ত্রাসী ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। নাহিদ ইসলাম আরও বলেন, আবরারের মৃত্যুর প্রতিবাদে মিছিলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দেওয়া হয়েছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবারও দেওয়া হয়। বাংলাদেশ পন্থী পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুথান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সকল শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহবান জানাচ্ছি।বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এসময় এনসিপির মুখ্য সম্বনয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিন অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাড়াও নুসরাত তাবাস্সুম, ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে বুয়েটে নিহত শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। এরপর ৮ম দিনের মত জুলাই পদযাত্রা শুরু করেন তারা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে শুরু হয় এই পদযাত্রা। আবরার ফাহাদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সড়ক পথে কুষ্টিয়া শহর অভিমুখে পদযাত্রার শুরুতে কুমারখালীর আলাউদ্দিন মোড়ে পথসভা করেন। পরে বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত এই পথসভা থেকে কুষ্টিয়ার পথযাত্রা শেষ হয়। এরপর পদযাত্রা মেহেরপুর জেলার দিকে যায়। উল্লেখ্য, গত ১লা জুলাই রংপুর থেকে এ পদযাত্রা শুরু হয়।ভোরের আকাশ/আজাসা
কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পর কামাল হোসেন নামে এক ইউপি মেম্বারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার।কামাল হোসেন ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য।নিহতের পরিবারের সদস্যদের বরাতে দুর্জয় সরকার জানান, সোমবার রাত ১১ টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন কামাল হোসেন। মঙ্গলবার দুপুরে মনখালী খালে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা এসে মরদেহটি কামাল হোসেনের বলে শনাক্ত করেন।কারা, কীভাবে এ ঘটনা ঘটিয়েছে এব্যাপারে তদন্ত চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।ভোরের আকাশ/আজাসা
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন মঙ্গলবার দুপুরে কেএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এসময় পুলিশ কমিশনার জানান, বিগত ১০ মাসে মেট্রোপলিটন এলাকায় ২৬টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দুটি লাশ নদীতে ভেসে আসায় ওই দুটি হত্যার মামলা নৌপুলিশ তদন্ত করছে। বাকি ২৪ টির মধ্যে ২২টি হত্যার পেছনের ঘটনা মেট্রোপলিটন পুলিশ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে সক্ষম হয়েছে ও আসামীদের আটক করা হয়েছে। বাকি দুইটি মামলা তদন্তাধীন রয়েছে, তবে তদন্ত কাজে অগ্রগতি আছে।তিনি জানান, মাদকের কারণে আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। মাদকের বিক্রেতা, বাহক ও যারা খুলনার বাইরে থেকে মাদক নিয়ে আসে তাদের ওপর পুলিশের নজরদারি অব্যাহত আছে। গত সপ্তাহে হরিণটানা থানা এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবা আটক করা হয়েছে। এ ছাড়াও নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার হচ্ছে। স্কুল-কলেজ পড়ুয়া আমাদের সন্তানদের সন্ধ্যায় পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে। তারা যেন সন্ধ্যার পরে ঘরের বাইরে অযথা আড্ডা না দেয়, সেদিকে অভিভাবক-সহ সকলকে নজর দিতে হবে।পুলিশ কমিশনার আরও জানান, খুলনা শহরে প্রায় ২০ থেকে ২২ হাজার ইজিবাইক চলাচল করে। ধারণা করা হয় এর প্রায় ৬০ শতাংশ প্রতিদিন বাইরে থেকে শহরে প্রবেশ করে। ইজিবাইক চালকরা ট্রাফিক আইন সম্পর্কে সচেতন না হওয়ায় যানজটের কারণ হয়ে ওঠে। কেএমপির উদ্যোগে এ পর্যন্ত ৬ হাজার ৫০০ ইজিবাইক চালককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বাকিদের তিন থেকে চার মাসের মধ্যে প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। এছাড়া খুলনার সব ইজিবাইককে দুই রঙে বিভক্ত করে রঙ অনুযায়ী একদিন বাদে একদিন চলাচলের ব্যবস্থা করা বিষয়ে ভেবে দেখা যেতে পারে।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/আজাসা