মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫ ০৭:২৩ পিএম
মাদারীপুরে বাস-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে আহত ৫
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলায় বাস-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার বৌলগ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। দুর্ঘটনায় মহাসড়কে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রাজৈরের টেকেরহাট থেকে মাদারীপুরের উদ্দেশে ছেড়ে আসে একটি লোকাল পরিবহনের বাস। রাজৈরের বৌলগ্রাম এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হন অন্তত পাঁচজন।
তারা আরও জানায়, আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
মাদারীপুরের রাজৈর থানার ওসি মো. মাসুদ খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভোরের আকাশ/এসআই