মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১০:৪৯ এএম
মাগুরা পৌর আ.লীগ সভাপতি বাকি ইমাম ভূঁইয়া গ্রেফতার
মাগুরা পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার(৬জুলাই) বেলা ১টার সময় দোয়ারপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় মাগুরা ও ঢাকায় সংঘটিত একাধিক নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় মাগুরা ও ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি গোপনে বাড়িতে ফিরলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানিয়েছেন, বাকি ইমাম ভূঁইয়ার বিরুদ্ধে মাগুরায় দায়েরকৃত নাশকতা মামলার পাশাপাশি ঢাকার একটি থানায় হত্যা মামলাও রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তাতারের পর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
ভোরের আকাশ/আজাসা