শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫ ০৬:০৮ পিএম
শেরপুরের টাঙ্গারিয়া পাড়ায় ঈদ আনন্দে হাডুডু খেলা
শেরপুর জেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার জনপ্রিয়তা এখনো অনেক। জেলার যেখানেই আয়োজন করা হয় এ খেলার, সেখানেই জড়ো হয় হাজারো মানুষ। আর ঐতিহ্য ধরে রাখতে ও ঈদের আনন্দ পেতে শেরপুর সদরের টাঙ্গারিয়াপাড়ায় আয়োজন করা হয় হাডুডু খেলার।
সাংবাদিক জয়নুল আবেদীন স্মৃতি সংসদ হাডুডু খেলা ধরে রাখতে এ উদ্যোগ গ্রহণ করে। এক সময় শেরপুর জেলায় গ্রামগঞ্জের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিলো হাডুডু খেলা। জেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হতো এ খেলার। কিন্তু এখন আর আয়োজন করা হয়না হাডুডু খেলার। ক্রিকেট ও ফুটবল খেলার মধ্যেই সীমাবদ্ধ হয়ে খেলার মাঠ। যে কারণে হারিয়ে যেতে বসেছে হাডুডু খেলা।
কিন্তু জনপ্রিয়তা শেষ হয়নি এ খেলার। যেখানেই হাডুডু খেলার আয়োজন করা হয়, সেখানেই জড়ো হয় হাজারো মানুষ। আনন্দ উপভোগ করে এখেলা দেখে।
গ্রামবাংলার হাডুডু খেলার ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সংবাদিক জয়নুল আবেদীন স্মৃতি সংসদ নামে একটি সংগঠন। প্রতিটি ঈদে বাড়তি আনন্দ জোগাতে ও নতুন প্রজন্মের সামনে হাডুডু খেলার ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয় হাডুডু খেলার। এবারো আয়োজন করা হয় হাডুডু খেলার। এতে বিবাহিত হাডুডু দল ২-১ গেইমে অবিবাহিত হাডুডু দলকে পরাজিত করে আনন্দে মেতে উঠে। খেলাটিতে অংশ নিয়ে খুশি সকল খেলোয়াড়।
হাডুডু খেলা দেখে মানুষ আনন্দ পায়। এজন্য নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে প্রতি বছরই হাডুডু আয়োজন করার আশ্বাস আয়োজকদের।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সিনিয়র সাংবাদিক মোঃ মেরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় উপস্থিত ছিলেন চাকুরীজীবি মোঃ পারভেজ, ইউসুফ আলী, বিএনপি নেতা মোকাররম হোসেন, দেলোয়ার হোসেন ও বজলুর রহমানসহ আরো অনেকে।
খেলাশেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। কৃষকের খেলা, শিশু কিশোর ও যুবকের খেলা হাডুডু। এ খেলাকে ধরে রাখতে সরকারি উদ্যোগ চায় হাডুডু খেলা প্রেমিরা।
ভোরের আকাশ/জাআ