× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে এক ঘন্টার ব্যবধানে দুটি চলন্ত বাসে ছিনতাই

কামরুল হাসান রুবেল, সাভার (ঢাকা)

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ০২:৩৩ এএম

সাভারে এক ঘন্টার ব্যবধানে দুটি চলন্ত বাসে ছিনতাই

সাভারে এক ঘন্টার ব্যবধানে দুটি চলন্ত বাসে ছিনতাই

সাভারে এবার এক ঘন্টার ব্যবধানে দুটি চলন্ত বাসে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা কাউকে আঘাত না করলেও অস্ত্রের মুখে লুট করে নিয়ে গেছে যাত্রীদের স্বর্ণালংকার। এঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে।আটক সাভার পরিবহনের বাসের চালকের নাম মো. সজিব (৩০)। এ নিয়ে গত দুই মাসে অন্তত পাঁচটি বাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলো। শুক্রবার বেলা ১১ টা থেকে ১২টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি ও ব্যাংকটাউন এলাকায় এসব ঘটনা ঘটে।

বাসের যাত্রী ভুক্তভোগী তায়েফুর রহমান বলেন, বেলা ১২ টার দিকে ব্যাংক টাউন এলাকা থেকে রাজধানীর শ্যামলির উদ্দেশ্যে স্ত্রী ও সন্তানদের নিয়ে সাভার পরিবহনের বাসে উঠি। বাসটি কিছুদূর এগিয়ে ব্যাংকটাউন ব্রীজের উপর যেতেই ৩-৪ জন যুবক বয়সী দুর্বৃত্ত চালককে ছুরি ধরে বাস থামাতে বলে।

এসময় তারা বিশেষ করে নারী যাত্রীদের টার্গেট করে অস্ত্রের মুখে তাদের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে ব্রীজের উপরেই নেমে পালিয়ে যায়। আমার ওয়াইফের এক ভরির বেশি ওজনের একটি লকেটসহ স্বর্ণের চেইন তারা নিয়ে গেছে। তবে কারও মোবাইল ফোন ও নগদ টাকা তারা নেয়নি। কাউকে আঘাতও করেনি। এঘটনায় সজিব নামে বাসের চালককে গাবতলীতে আটকে রেখেছে ক্ষুব্ধ যাত্রীরা।

তিনি আরও বলেন, কিছুদিন পরপর এই এলাকায় চলন্ত বাসে এভাবে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ সেভাবে চেক দিচ্ছে না। এসব অপরাধীদের দ্রুত গ্রেফতার করা না হলে হয়ত কোন এক ঘটনায় কারও প্রাণ চলে যাবে।

এদিকে সকাল সাড়ে ১১ টার দিকে সিঅ্যান্ডবি এলাকায় বাসে ডাকাতির ঘটনার প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় সিএন্ডবি এর আগে রাজধানী পরিবহনের একটি বাসে হঠাৎ করে তিনজন ছিনতাইকারী ওঠেন। তিন জনের কাছেই চাকু ছিল। একজন ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস থামায়, বাকি দুইজন যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকে। তাদের মুখ সম্পূর্ণ খোলা ছিল। আমার পাশে বসা নারীর গলা থেকে  চেইন ছিনিয়ে নিয়ে যায়। পিছনে বসা আরেকজন নারীর গলার চেইনও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। তিনি বলেন আমাদের দিনের বেলাতেও কোথাও যাওয়া নিরাপদ নয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, 'আমি কিছুক্ষণ আগে ঘটনা শুনলাম। আমাদের ওখানে কিন্তু সব গুলো লোকাল বাসে চেকপোস্ট চলছে। তারপরও কিভাবে এই ঘটনা ঘটলো? বারবার আমরা ওই এলাকায় পোস্ট করছি। ওই এলাকার সবজায়গায় রেট দিচ্ছি, ধরাও হচ্ছে। তারপরও কেন বন্ধ করা যাচ্ছে না, বিষয়টা বোঝা যাচ্ছে না। এর মাঝে কোন ষড়যন্ত্র আছে কি না? আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি'

তিনি আরও বলেন, বাস মালিকদেরও আমরা জানিয়েছি যে, ব্যাংকটাউন ওই জায়গায় বাস না থামিয়ে উলাইল কিংবা ফুলবাড়িয়ায় থামিয়ে যেন যাত্রী উঠানামা করায়।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের একই স্থানে ইতিহাস পরিবহনের একটি বাসে ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়।

এর আগে গত ২৪ মার্চ রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ও রাজফুলবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থানে শুভযাত্রা পরিবহনের বাসে ডাকাতির ঘটনা ঘটে। এঘটনার আগে গত ২ মার্চ একই এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসের অন্তত ২০-২৫ জন যাত্রীর মূল্যবান জিনিসপত্রসহ নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে ডাকাতরা।

এছাড়া গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে একই এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে যাত্রীদের মারধর ও ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুট করে  নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

 চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

 "নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

"নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

 বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

 কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

সংশ্লিষ্ট

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা