চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫ ০৩:৪৪ পিএম
চট্টগ্রামে ১ দিনেই করোনাভাইরাস আক্রান্ত ৯ জন
চট্টগ্রাম নগরীতে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। এবার একদিনেই আক্রান্ত হলেন ৯ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
এর আগে গত ৬ দিনে করোনা আক্রান্ত হয়েছিল ৯ জন। তবে করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৫০টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনের তথ্যে জানা যায় , চট্টগ্রাম জেলার ১৫টি ল্যাবের তিনটিতে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মা ও শিশু জেনারেল হাসপাতালে ২৪টি নমুনা পরীক্ষায় ১ জন, এপিক হেলথ কেয়ারে ৪৯টি নমুনা পরীক্ষায় ৪ জন, পার্কভিউ হাসপাতালে ৫৯টি নমুনা পরীক্ষায় ২জন এবং এভারকেয়ার হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়।
এদিকে আক্রান্ত ৯ জনের মধ্যে দুজন উপজেলা এবং ৮ জন নগরীর বাসিন্দা। এছাড়া মোট ১৮ আক্রান্তের মধ্যে ১৫ জন নগরীর ও ৩ জন উপজেলার বাসিন্দা।
অন্যদিকে করোনা সংক্রমণ রোধে মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া করোনা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/আজাসা