× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদারীপুর-ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৪১ জন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৫ ০৬:৩১ পিএম

মাদারীপুর-ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৪১ জন

মাদারীপুর-ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৪১ জন

মাদারীপুর ও ঝিনাইদহে মাত্র ১২০ টাকা খরচে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৪১ জন প্রার্থী। 

আমাদের মাদারীপুর ও ঝিনাইদহ জেলা প্রতিনিধিদের পাঠানো খবর:

মাদারীপুর: কোনো ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধার যোগ্যতা ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে মাদারীপুরে  ১৬ জন চাকরি প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

গত বুধবার মৌখিক পরীক্ষা শেষে সন্ধ্যায় পুলিশে নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল আবেদন পড়ে ২৭০টি (টিআরসি)/কনস্টেবল’ পদে। লিখিত পরীক্ষায় অংশ নেন  ১৪৫ জন পরীক্ষার্থী। 

এদের মধ্যে ভাইবায় উত্তীর্ণ হয়েছে ৩৫ জন। পরে যাচাই-বাছাই শেষে তাদের মধ্য থেকে ১৯ জন উত্তীর্ণ হয়। আপেক্ষামাণ রয়েছে ৩ জন। উত্তীর্ণদের ১৫ জন সাধারণ কোঠায় এবং একজন মেয়ে মুক্তিযোদ্ধা কোটায়  নিয়োগ পেয়েছেন। ১৬ জনই দিনমজুর ও অটো চালকের ছেলেমেয়ে বলে জানা গেছে। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেনসহ মাদারীপুর জেলার পুলিশের সকল কর্মকর্তা।

নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় পুলিশ সুপার বলেন, ‘শারীরিক  ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সকলে এই জায়গায় এসেছেন। আপনারা সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এতে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।’ নিয়োগ প্রাপ্তদেরকে পুলিশ সুপার ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় প্রতিক্রিয়া জানাতে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

ঝিনাইদহ: মাত্র ১২০ টাকায় ২৫ জন পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ঝিনাইদহে। গত বুধবার রাতে ঝিনাইদহ পুলিশ লাইনের কার্যালয়ে উত্তীর্ণ প্রার্থীদের একে একে চূড়ান্ত নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ। এসময় আরো ৫ প্রার্থীকে ওয়েটিং লিস্টে রাখা হয়। এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণদের আত্মীয়-স্বজনরা আনন্দে কান্নায় ভেঙে পড়েন।

জানা যায়, এর আগে গত ৪ এপ্রিল পুলিশের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। সে সময় মোট আবেদন করেন ১,৭৪১ জন। এরপর চলতি মাসের ৪ মে লিখিত পরীক্ষায় অংশ নেয় ২৬৯ জন। তার মধ্যে ৬৯ জন উত্তীর্ণ হওয়ার পর বুধবার ভাইবার মধ্য দিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন ঝিনাইদহ শহরের গুলশান পাড়ার আকাশ দাস। 

চাকরির খবর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া গ্রামের শিমলা হালদার। তার পিতা অশোক হালদার বলেন, কোনো ঘুষ কিংবা তদবির ছাড়াই আমার মেয়ের চাকরি হয়েছে।

পুরো প্রক্রিয়ায় প্রথম হওয়া আকাশ দাস বলেন, মাত্র ১২০ টাকায় চাকরি পাবো তা কোনো দিনও ভাবিনি। আমার পিতা একজন ভ্যানচালক। অত্যন্ত কঠিন পরিশ্রম করে আমাদের তিনি মানুষ করেছেন। তবে একসময় ভাবতাম ভিন্ন কোনো পেশায় যেতে হবে। কারণ, সরকারি চাকরি মানেই তদবির, ঘুষ, যা আমার পুলিশের এই চাকরিতে কোনোটাই লাগেনি।

জেলা পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ জানান, সম্পূর্ণ নিয়ম মেনে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। তিনি উত্তীর্ণদের জন্য শুভকামনা জানান।

তিনি আরও জানান, পুলিশে নিয়োগ নিয়ে প্রথম থেকেই কঠিন স্বচ্ছতার সঙ্গে ধাপে ধাপে এগিয়েছে তারা।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 পাক-ভারত যুদ্ধবিরতি নিয়ে নতুন সিদ্ধান্ত, বাড়ছে মেয়াদ

পাক-ভারত যুদ্ধবিরতি নিয়ে নতুন সিদ্ধান্ত, বাড়ছে মেয়াদ

সংশ্লিষ্ট

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত

চাঁদপুরে উচ্চ আদালতের আদেশে আটকে গেল কলেজ সভাপতির পদ

চাঁদপুরে উচ্চ আদালতের আদেশে আটকে গেল কলেজ সভাপতির পদ

গোপালগঞ্জ সড়ক বিভাগে দুদক এর ২ টি দলের অভিযান

গোপালগঞ্জ সড়ক বিভাগে দুদক এর ২ টি দলের অভিযান

দপ্তরীর মেয়ে বিথিও স্বপ্ন দেখছেন দেশ গড়ার

দপ্তরীর মেয়ে বিথিও স্বপ্ন দেখছেন দেশ গড়ার