গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫ ০৩:০৫ পিএম
গাজীপুরে ৬ দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন
গাজীপুর মহানগরের জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে মানববন্ধন করছেন।শুক্রবার (১৬ মে) সকাল থেকে নগরের তেলিপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করছেন।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ছয় দফা দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের সঙ্গে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনার কথা ছিল। কিন্তু এর আগে বৃহস্পতিবার (১৫ মে) রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে অবস্থান নেন।
তাদের ছয় দফা দাবি হলো—বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন, ল্যাবরেটরি নির্মাণ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হয়রানি বন্ধ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সুবিধা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইমরান বলেন, আমরা শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে ৬ দফা দাবি জানিয়ে আসছি। এ নিয়ে শুক্রবার আমাদের সঙ্গে আলোচনা করার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এর আগে রাতেই কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। পরে সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছি।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব দেবনাথ জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হওয়ার কথা থাকলেও তা না করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।
ভোরের আকাশ/আজাসা