শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০৬:২৭ পিএম
শিবচরে ইয়াবাসহ এক যুবক আটক
মাদারীপুরের শিবচরে ৬ হাজার ৮শ পিছ ইয়াবা টেবলেটসহ এক যুবককে আটক করছে পুলিশ।
গত শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখপুর বাস স্টেশনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে জুয়েল ফরাজি নামে এক যুবককে আটক করে শিবচর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার তদন্ত অফিসার মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে একটি পুলিশ টিম উপজেলার শেখপুর বাস স্টেশনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। মাদারীপুরগামী ঢাকা মেট্রো গ ২৩০৭৫৩ নাম্বারের একটি প্রাইভেটকার থামিয়ে চেক করে ৬ হাজার ৮ শ পিছ ইয়াবাসহ জুয়েল ফরাজিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী জুয়েল ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার জয়ার হাট এলাকার আজিজুল হকের ছেলে বলে জানা যায়।
এ ব্যাপারে শিবচর থানার তদন্ত অফিসার ইনচার্জ মো. শাজাহান মিয়া বলেন, গত শুক্রবার গভীর রাতে ৬ হাজার ৮শ পিছ ইয়াবাসহ জুয়েল ফরাজি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে মাদক মামলায় মাদারীপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ