কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ০১:৪৭ পিএম
ছবি : ভোরের আকাশ
কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ সংলগ্ন মাঠে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক মুকুল মিয়া, ৬ শহিদ পরিবারের সদস্যগণ, জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ