শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫ ০৩:০৩ পিএম
শ্রীপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে ডুবে শিশু মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের পানিতে ডুবে শিশু সোয়াইব (৭) এর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শুক্রবার সকালে শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ছাপিলা পাড়া গ্রামে। নিহত শিশু সোয়াইব ব্যাবসায়ি আরিফুল ইসলামের একমাত্র পুত্র।
নিহত সোয়াইবের নানা জানান,সকাল আটটার দিকে বাড়ির পাশে রাস্তা ভেঙে গেছে বলে আমাকে ডেকে নিয়ে যায় সোয়াইব।আমি রাস্তা ঠিক করার সময় তাকে ছাতা বাড়িতে রেখে আসতে পাঠাই।পরে পাশে খনন করা সেপটি ট্যাংকির পানিতে কিভাবে গেলো বলতে পারছিনা।পানি থেকে অচেতন অবস্থায় তুলে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।
প্রতিবেশী রেহেনা জানায়,এতো বড় একটা গর্ত করছে আমাদের সবাইকে জানানো উচিৎ ছিলো। আমাদের ও পোলাপাইন আছে। দূর্ঘটনার দ্বায়ে ওই বাড়ির মালিকের শাস্তি হওয়া দরকার। বাড়ির মালিক হবেসা জানায় সেপটি ট্যাকিং র জন্য গর্ত খুঁড়া হচ্ছিল। হঠাৎ বৃষ্টিতে এ অবস্থা হবে জানা ছিল না। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ভোরের আকাশ/আজাসা