চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ মে ২০২৫ ১০:১৮ পিএম
দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি, চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
চট্টগ্রাম নগরে বৃহস্পতিবার (২২ মে) দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে কয়েক দিন ধরে চলা তীব্র গরমে কিছুটা হলেও আরাম পাচ্ছে নগরবাসী। তবে বৃষ্টির পানিতে নগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
বৃষ্টিতে নগরের জিইসি মোড়, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ, চকবাজার, ডিসি রোডসহ নগরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা পড়েছেন ভোগান্তিতে।
শিক্ষার্থী জান্নাত খাদিজা বলে, সকালে রোদ ছিল, সেই সঙ্গে প্রচণ্ড গরমও। সে কারণে ছাতা নিয়ে বের হইনি। এখন স্কুল থেকে ফেরার সময় বৃষ্টি হচ্ছে, রাস্তায় পানি। বিপদে পড়ে গেলাম।
হাসান বলেন, বর্ষার আগে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বলা হয়, এই বছর জলাবদ্ধতার সমস্যা হবে না। কিন্তু বৃষ্টি পড়লে সমস্যা ঠিকই হয়। চট্টগ্রামবাসীর এই ভোগান্তি কখন শেষ হবে জানি না। হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল কবে পাব, তা-ও জানি না।
এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও কয়েক দিন এ ধরনের থেমে থেমে বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ভোরের আকাশ/এসআই