ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫ ০৬:২৮ পিএম
এখনো হারিয়ে যায়নি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে ঈদুল আজহার চতুর্থ দিন মঙ্গলবার (১০ জুন) বিকেলে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের মতো এবারও স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই খেলা গ্রামীণ ক্রীড়া ঐতিহ্যকে জীবন্ত করে তোলে।
প্রধান অতিথি হিসেবে খেলাটির উদ্বোধন করেন উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচাখিলা ইউনিয়ন বিএনপির নেতা মো. হাদিউল বাসার সুমন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উচাখিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মতিউর রহমান, সাবেক সদস্য আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী মফিজ উদ্দিন, একরাম মণ্ডল, জমির মণ্ডল, সালামত মণ্ডল, সুমন খান, সাইদুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নুর মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন বয়সী মানুষ খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন। এই আয়োজনের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোর প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
উল্লেখ্য, হা-ডু-ডু বাংলাদেশের জাতীয় খেলা হলেও আধুনিক প্রযুক্তির প্রভাবে এটি আজ বিলুপ্তির পথে। তবে ঈশ্বরগঞ্জের চরআলগী গ্রামের মতো কিছু এলাকায় এই খেলার আয়োজনের মাধ্যমে ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা চলছে।
ভোরের আকাশ/এসএইচ