মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ০৭:৩০ পিএম
ডাব বিক্রির আড়ালে ইয়াবা বেচাকেনা, আটক ১
মানিকগঞ্জ সদর হাসপাতালের পাশেই ডাব বিক্রির আড়ালে ইয়াবা বেচাকেনার সময় এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা ট্যাবলেট।
শুক্রবার (১৩ জুন) সকাল ১০টার দিকে সদর হাসপাতালের উত্তর পাশে ইউনাইটেড মেডিসিন কর্নারের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার বান্দুটিয়া এলাকার মো. আ. জলিল মুন্সির ছেলে।
ডিবি পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় নজরদারি চলছিল। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা জাকির হোসেনকে তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৬ হাজার টাকা।
ডিবির ওসি মো. মোশাররফ হোসেন বলেন, “গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডাব বিক্রির ছদ্মাবরণে ইয়াবা বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি আরও তদন্তাধীন।
ভোরের আকাশ/জাআ