বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৫ মে ২০২৫ ১১:১৫ এএম
হাসপাতাল থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড
বরিশালে ছাত্রদল নেতাকর্মীদের হাতে ধরা পড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশের চার সদস্যকে ক্লোজড করা হয়েছে। পুলিশ সদস্যরা হলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন স্টিমারঘাট (নানিবুড়ি) ফাঁড়ির টিএসআই রেজাউল করিম রেজা, এটিএস মাহবুব আলম, কনস্টেবল জাহাঙ্গীর ও হাবিবুর রহমান।
বুধবার (১৪ মে) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে পালিয়ে যায় রবিন নামের ওই ছাত্রলীগ নেতা। রবিন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ নেতা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর আমতলার মোড় এলাকায় জনতা খালেদ খান রবিনকে আটক করে এবং মারধর করে পুলিশে সোপার্দ করে। আহতাবস্থায় তাকে চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যায়। সেখান থেকেই তিনি কৌশলে পালিয়ে যান।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ