× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ২

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৫ ০৭:০৮ পিএম

বরগুনায় মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ২

বরগুনায় মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ২

 বরগুনায় মাদক বিরোধী অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদের কাছ থেকে ৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৩৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৯মে) রাতে সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময়  তাদের সাথে থাকা আরো  দুই মাদক কারবারি সুকৌশলে পালিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকরামুল হক (পিপিএম) জানান, আটক আসামিরা হলেন লতাবাড়িয়া এলাকার মাদক কারবারি মন্টু মিয়ার স্ত্রী আমেনা (৩৫) ও হযরত আলীর ছেলে আবু। পালিয়ে যাওয়া মাদক কারবারিরা হলেন আটক আমেনার স্বামী মন্টু মিয়া ও একই এলাকার শাহজাহান মুসল্লির ছেলে হাসান। 

পুলিশ জানায়, শুক্রবার রাতে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক  (নিঃ) সুশীল কুমার দাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা ডৌয়াতলা বাজারে দায়িত্ব পালনের সময় জানতে পারেন যে, লতাবাড়িয়া এলাকার ছত্তার বয়াতীর বাড়ির একটি টিনের ঘরে মাদক কেনাবেচা চলছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।  

অভিযানে আটক আমেনার কাছ থেকে গাঁজা বিক্রির ৩৩ হাজার ৫০০ টাকা এবং ঘর থেকে ৪টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়, যার ওজন মোট ৮ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা পুলিশকে জানায়,  তারা দীর্ঘদিন ধরে বরগুনা সদর এলাকায় গাঁজা পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণীর ১৯ (খ) ধারায় নিয়মিত মামলা রুজু করেছে পুলিশ । 

বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরামুল হক(পিপিএম) বলেন, আটককৃত দুইজনসহ পালিয়ে যাওয়া অপর দুই মাদক কারবারির নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আেটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতকদের ধরার চেষ্টা চলছে। 

ভোরের আকাশ/আমর

  • শেয়ার করুন-
 চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপি বাণিজ্যমেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপি বাণিজ্যমেলার উদ্বোধন

সংশ্লিষ্ট

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপি বাণিজ্যমেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপি বাণিজ্যমেলার উদ্বোধন

সুনামগঞ্জের সাবেক এমপি শামীমা গ্রেফতার

সুনামগঞ্জের সাবেক এমপি শামীমা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ ঘন্টার ব্যবধানে ৩ বার ট্রেন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ ঘন্টার ব্যবধানে ৩ বার ট্রেন লাইনচ্যুত

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু