ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫ ১০:২৫ পিএম
রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাইভিউ বাসভবনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হামলার সময় দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে আগুন দেন। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে দুর্বৃত্তদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হামলার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, এদিন বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন জিএম কাদের। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, দেশ মহা দুর্যোগকাল পার করছে। সামনের দিকে মহা বিপদের আশঙ্কা। দেশ ভালো চলছে না। সবকিছু অচল হয়ে পড়ছে, ভেঙে পড়ছে।
ভোরের আকাশ/জাআ