গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ০১:২৬ পিএম
ছবি: ভোরের আকাশ
সারাদেশে সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতি উল্লেখযোগ্য হলে বেড়েছে উল্লেখ করে তার বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
ইসলামী আন্দোলন, গণধিকার পরিষদ, জামাতে ইসলাম, খেলাফত মজলিস ও এনসিপির সম্মিলিত আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
মঙ্গলবার বিকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার মহুয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ স্থলে এসে একত্রিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে কোটালীপাড়া জামাত ইসলামের আমির মোঃ সোলেমান গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মহাসিন উদ্দিন, নাগরিক পার্টির সমন্বয় সেলিম শেখ, পলাশ সেখ, সাব্বির বিন সুলতান সহ পাঁচটি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা বক্তব্য রাখেন।
বক্তারা বক্তব্যে বলেন, সারাদেশে চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজরা চাঙ্গা হয়ে উঠেছে। এদের প্রতিহত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। সকলকে এদের বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ,দূর্নীতি ও মামলা বাণিজ্য প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
ভোরের আকাশ/জাআ