সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫ ০৮:৫৯ এএম
সিরাজগঞ্জের চরাঞ্চলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা
সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলার যমুনা নদীর বিধৌত প্রত্যান্ত চরাঞ্চলে দুর্যোগ প্রবণ ৪টি ইউনিয়নে অবহেলিত বৃদ্ধ নরনারী কিশোর কিশোরীদের জেন্ডার বিষয়ক বিপদাপন্নতা কমানো ও উপার্জন বৃদ্ধির লক্ষ্যে ইনহান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান সোসিও হেলথ এ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শার্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) গনপতি রায়।
শার্পের উপদেষ্টা আবু মো. মহসীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা শাহীনুর আলম, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সজিব সরকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভুইয়া, মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, সুখের নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, পিডব্লিইডি নির্বাহী পরিচালক হোসনেয়ারে জলি, এফআইভিডিপি প্রজেক্ট কো-অর্ডিনেটর নুরুল ইসলাম ও উত্তরণ প্রজেক্ট কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিরাজগঞ্জ ও কাজিপুর চরাঞ্চলের বিশ লক্ষের অধিক মানুষ বসবাস করেন। ২০২৭ সাল পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে ৩৬০০ জন নারী পুরুষ ও শিশুদের জেন্ডার বিষয়ক বৈষম্য হ্রাস যৌন সহিংসতা প্রতিরোধসহ জলবায়ু বিপর্যয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ক্যাম্পেইন র্যালি মানববন্ধন সরকারি-বেসরকারি সেবা প্রদানকারি সংস্থার সঙ্গে এডভোকেসি ও যোগাযোগ স্থাপনের মাধ্যমে আয় সুযোগ তৈরি করা হবে। এতে এলাকার বসবাসকৃত প্রায় ৪০ হাজার জনগণ এই প্রকল্পের দ্বারা উপকৃত হবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন শার্পের ডেপুটি ডিরেক্টর মো. গোলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন- শার্প কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. শওকত আলী, সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ, শার্প পরিচালক সাফিয়া সুলতানা, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি হীরক গুন, আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক ভোরের আকাশ ও দৈনিক ট্রাইব্যুনাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ