× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় দুদকের গণশুনানি

‘দুর্নীতি বন্ধে প্রতিশ্রুতির পাশাপাশি মানসম্মত সেবার নিশ্চয়তাও দিতে হবে’

খুলনা ব্যুরো

প্রকাশ : ২৫ মে ২০২৫ ০৬:৫২ পিএম

‘দুর্নীতি বন্ধে প্রতিশ্রুতির পাশাপাশি মানসম্মত সেবার নিশ্চয়তাও দিতে হবে’

‘দুর্নীতি বন্ধে প্রতিশ্রুতির পাশাপাশি মানসম্মত সেবার নিশ্চয়তাও দিতে হবে’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, জনগণের দেয়া ট্যাক্সের টাকায় সরকারি চাকুরিজীবীদের বেতন হয়।  যাদের টাকায় আমাদের বেতন হয়, আমরাই আবার তাদের প্রভু সেজে যাই।

রোববার (২৫ মে) খুলনায় গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যে সৃষ্টিকর্তাকে ভয় করে, সে জ্ঞানত অন্যায় করতে পারে না। সরকারি কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন আমরা সবাই দুর্নীতি বন্ধে প্রতিশ্রুতি দিচ্ছি, একই সাথে মানসম্মত সেবা প্রদানের নিশ্চয়তাও দিতে হবে।

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, তোমরা হতাশ হবে না। পরিবারকে যেমন সেবা করতে হবে, তেমনি লব্ধ জ্ঞান প্রজাতন্ত্রের কাজে ব্যবহার করতে হবে। প্রয়োজনে উদ্যোক্তা হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল(অব.) হাফিজ আহসান ফরিদ। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ। এ সময় বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, দুদকের মহাপরিচালক(প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার ও পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বক্তৃতা করেন।

দুর্নীতি দমন কমিশন(দুদক)-এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খুলনার সরকারি দপ্তরসমূহে সেবাবঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ বিষয়ে সরাসরি এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে খুলনা সদরে অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, গনমাধ্যমকর্মী, বিশিষ্ট নাগরিক ও অভিযোগ উত্থাপনকারী ব্যক্তিরা  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ এই শ্লোগান নিয়ে খুলনা মহানগরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ সরাসরি শুনতেই এ অনুষ্ঠানের আয়োজন করে দুদক। বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে ঘুষ, দুর্নীতি, হয়রানির শিকার ব্যক্তিরা অনুষ্ঠানে তাদের অভিযোগ তুলে ধরেন। অনুষ্ঠানে উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক তদন্ত করার নির্দেশ বা উপযুক্ত সিদ্ধান্ত প্রদান করা হয়।  

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 ‘চা-শ্রমিক শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা দরকার’

‘চা-শ্রমিক শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা দরকার’

সংশ্লিষ্ট

জাতীয় কবির স্মৃতিচিহ্ন সংরক্ষণ করবে সরকার : সংস্কৃতি উপদেষ্টা

জাতীয় কবির স্মৃতিচিহ্ন সংরক্ষণ করবে সরকার : সংস্কৃতি উপদেষ্টা

বেতাগীতে ভূমি সেবা উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি

বেতাগীতে ভূমি সেবা উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি

তাবলীগ জামাতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

তাবলীগ জামাতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

‎পিরোজপুরে বিভ্রান্তিকর মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎পিরোজপুরে বিভ্রান্তিকর মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন