জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধা গ্রেফতার
বরগুনার তালতলীতে এগারো বছরের এক শিশুকে জাম গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকুর রহমান আলাদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি গত বুধবার বিকালে তার সহপাঠীদের সঙ্গে রাস্তার পাশে থাকা জাম গাছ থেকে জাম পাড়তে ছিলো। এমন সময় অভিযুক্ত সিদ্দিকুর রহমান জাম পেড়ে দেওয়ার কথা বলে পাশ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় শিশুটি চিৎকার দিলে মুখ চেপে ধরে। পরে শিশুটির অন্য সহপাঠীরা খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে সিদ্দিকুর রহমান ধর্ষণ করছে এমন অবস্থায় দেখতে পায়। এসময় আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত সিদ্দিকুর রহমান পালিয়ে যায়। এঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে তালতলী থানায় মামলা দায়ের করেন। পরে এ মামলায় পুলিশ সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেন।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার মেয়ে সহজ-সরল হওয়ায় সিদ্দিকুর রহমান জাম গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণ করেন। আমি এ ঘটনায় একটি মামলা করেছি। আমি ধর্ষক সিদ্দিকুর রহমানের কঠোর শাস্তি চাই।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল (এসএসএইচএল) পরিচালিত ৪ বছর মেয়াদি বিএ (সম্মান ), বিএসএস (সম্মান) ও এলএলবি (সম্মান) প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ মে) সকাল ও বিকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস গাজীপুরে অনুষ্ঠিত এবারের বিএ (সম্মান) ও বিএসএস (সম্মান) এর ভর্তি পরীক্ষায় ৭৮৭ জন এবং এলএলবি (সম্মান) এর ভর্তি পরীক্ষায় ১৪৯৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন।ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরিদর্শন শেষে প্রো-উপাচার্যদ্বয় ও ট্রেজারার অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।এ সময়ে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের এসএসএইচএল এর ডিন অধ্যাপক তানভীর আহসান। বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এলএলবি (সম্মান) ভর্তি পরীক্ষা পরিদর্শন করছেন।ভোরের আকাশ/জাআ
মানিকগঞ্জে সদর উপজেলার চরঘোস্তা সোনালী যুব উন্নয়ন সংঘের উদ্যোগে সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ৮টি দল নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ মে ) আমেরিকান প্রাবাসী ১ম পুরস্কার দাতা এমদাদুল হক এবং চরঘোস্তা সোনালী যুব উন্নয়ন সংঘ ক্লাবটির আয়োজনে ঐতিহ্যবাহী চরঘোস্তা খেলার মাঠে অনুষ্ঠিত হয়।ফাইনালে বরুনা শাপলা উন্নয়ন সংঘ নারায়নপুর ফ্রেন্ডস ক্লাব নবাবগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরুনা শাপলা উন্নয়ন সংঘ। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে একটি ৩২" ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ দলকে একটি ২৪" ইঞ্চি এলইডি টিভি দেয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুটাইল ইউনিয়নের বিএনপির সিনিয়ার সহ সভাপতি আব্দুল আলীম, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহীন, বিএনপির কর্মী আকাশ দেওয়ান, বিএনপির কর্মী মোতালেল, চরঘোস্তা সোনালী যুব উন্নয়ন সংঘ ক্লাবের আওয়াল, জুয়েল, শরীফ, রিপন, বিপু, সুমন, রাব্বী, আলীম, সুমন, উজ্জল, শরীফ, নাদিম, সুমন, সাগর, আসিফ, সোহেল, আকশ, বাবু, হাসান, ইদ্রিস, সিদ্দিক, ফারুক, শহিদুল,অনিক প্রমুখ।ভোরের আকাশ/জাআ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) হেফাজতে ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বানে এবং ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিকাল ৩টায় ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, দেশে ইসলামি মূল্যবোধ হুমকির মুখে। ইসলাম প্রিয় জনতার পক্ষ থেকে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি সরকারের কাছে দাবি বাস্তবায়নের আহ্বান। এই ৫ দফা দাবি কেবল হেফাজতে ইসলামের নয়, দেশের স্বাধীনতা, ইসলামি মূল্যবোধ ও উম্মাহর স্বার্থ রক্ষায় হেফাজতের এই ৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।৫ দফা দাবিগুলো হলো- ১-ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার, ২-বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ৩-নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল, ৩-ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াক্ফ আইন বাতিল, ৪-ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আহম্মদ আলী, সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, মুফতি আয়াতুল্লাহ, মাওলানা নুর উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, এবং উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি আহসান উল্লাহ কাসেমী প্রমুখ।ভোরের আকাশ/জাআ
টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে।শুক্রবার (২৩ মে) বিকেল চারটা দিকে উপজেলার মুলিয়া নামক স্থানে ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার গুসাইবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম (৪০)ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম (৬৫)।কালিহাতী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, টাঙ্গাইল থেকে ময়মনসিংহ গামী প্রান্তিক বাস মুলিয়া নামক স্থানে এসে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। এ সময় আন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।ভোরের আকাশ/এসআই