জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ০৬:৫৩ পিএম
জামালপুরে বিশিষ্ট ক্রীড়াবিদ আক্তারুজ্জামান আউয়ালের জানাযা সম্পন্ন
জামালপুর স্টেডিয়াম মাঠে বিশিষ্ট ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠক, জামালপুর জেলার ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, আক্তারুজ্জামান আউয়ালের প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার সময় শুক্রবার (১৩ জুন) ৬ টায় সময় স্ট্রোকে ইন্তেকাল করনে। (ইন্নালিল্লাহি.. রাজেউন)
আক্তারুজ্জামান আওয়াল ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ। এ্যাথলেট, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন- সবকিছুতেই তাঁর পারদর্শিতা ছিলো রীতিমতো ঈর্ষনীয়।
শনিবার সকাল ১১টার সময় জামালপুর স্টেডিয়াম মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এড. ওয়ারেছ আলী মামুন, জেলার বিভিন্ন ক্রিড়া সংগঠক খেলোয়ারসহ নানা শ্রেণীপেশার মানুষ।
ভোরের আকাশ/আজাসা