পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫ ০৮:৩৫ পিএম
যুবদল নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মিরুখালী ইউনিয়নের যুবদলের সদস্য সচিব রুবেল তালুকদারের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় প্রায় ৩ শতাধিক নারী পুরুষের উপস্থিতে মিরুখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরুখালী স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন শেষ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব মনির, মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা, মিরুখালী যুবদলের সদস্য সচিব রুবেল তালুকদার, মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাঈম প্রমুখ।
মিরুখালী যুবদলের সদস্য সচিব রুবেল তালুকদার বলেন, ২০১৪ সালে আমার ছোট ভাইকে হত্যা করেন আল-আমীন তালুকদার তার বিচার ফ্যাসিস্ট হাসিনা সরকার করেনি এখন সেই খুনিরা আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমার নামের মামলা প্রত্যাহার চাই।
মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা বলেন, শেখ হাসিনার দোসররা এখনো বিভিন্ন নামে আমাদের সহযোদ্ধাদের নামে মিথ্যা মামলা করে আর আপনারা সেই মামলা তদন্ত না করে মামলারুজু করেন এই মামলা যদি প্রত্যাহার না করে তাহলে যুবদল নেতা রুবেল তালুকদারের পরিবারও মামলা করবে সেই মামলাও নিতে হবে অন্যথায় মঠবাড়িয়া উপজেলা যুবদল হিংস্র রূপ ধারন করবে তা সহ্য করার মত ক্ষমতা আপনাদের নেই।
ভোরের আকাশ/এসএইচ