পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ ঢাকাইয়া আকবরের মৃত্যু
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৫ মে) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি মারা যান।
জানা যায়, আকবর নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। ‘সন্ত্রাসী সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত আকবর ও সরোয়ার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুর উল্লাহ আশেক জানান, গুলিবিদ্ধ আলী আকবর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল আটটায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আলী আকবরকে গুলি করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আকবরের স্বজনদের দাবি, কারাগারে বন্দী ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ হামলাকা ঘটনায় কারা জড়িতে বিষয়টি স্পষ্ট করতে পারেনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আটটার দিকে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় বসে একজন নারী এবং অন্য চারজন ছেলেসহ মোট ৬ জন ২৮ নম্বর দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন।
এসময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে আকবরকে লক্ষ্য করে। গুলিতে আকবর মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ আকবরকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে অবৈধভাবে রাতের বেলায় বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (২৪ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র মো. নাহিদুর রহমানের পরিচালিত এ অভিযানে দুইটি স্থানে অবৈধ কার্যক্রম বন্ধ করা হয়েছে।প্রথম অভিযানটি চালানো হয় দৌলতদিয়া ইউনিয়নের আক্কাস আলী স্কুল সংলগ্ন এলাকায়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত একটি ড্রেজার মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করা হয়। পরে একই ইউনিয়নে আরেকটি অভিযান চালিয়ে একটি এস্কেভেটর (ভেকু) মেশিন বিকল করে দেওয়া হয়, যার মাধ্যমে মাটি কাটা হচ্ছিল। এর ফলে ঐ স্থানে মাটি উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র মো. নাহিদুর রহমান জানান, একটি ড্রেজার ও একটি এস্কেভেটর (ভেকু) মেশিন অবৈধভাবে মাটি কাটার জন্য ধ্বংস করা হয়েছে।তিনি আরও জানান পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/এসএইচ
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি - নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায়, ভূমি ব্যব¯’াপনা ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের সার্বিক আয়োজনে রোববার (২৫ মে) সকালে পৌর ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ ও পশু সম্পদ কর্মকর্তা ডা. কাজী মুহাম্মদ আতিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাণীসম্পদ কর্মকর্তা সুমি আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ভূমি মেলা উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মেলার উদ্বোধন শেষে ভিডিপি (ঠ.উ.চ) প্রকল্পের মাধ্যমে উপ¯ি’ত জনগণকে নামজারি, মিউটেশন, জমি ক্রয়-বিক্রয়, দান, হেবা দলিলসহ বিভিন্ন ভূমি সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার রাব্বী জানান, ২৫ থেকে ২৭ মে পর্যন্ত এ ভূমি সেবা কার্যক্রম চলমান থাকবে এবং এর মাধ্যমে জনগণ সহজেই ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।ভোরের আকাশ/আজাসা
গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটি নির্বাচনে এস এম মাহফুল হাসান হান্নান (দৈনিক বনিক বার্তা) সভাপতি ও আব্দুস ছালাম রানা (৭১ টেলিভিশন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।রোববার (২৫ মে) দুপুরে শ্রীপুর প্রেসক্লাব (১৯৯০) এর অস্থায়ী কার্যালয়ে সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের সার্চ কমিটি পূর্বের আহবাায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে। পরে কণ্ঠ ভোটের মাধ্যমে শ্রীপুর প্রেসক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ কাজল (দৈনিক দিনকাল), সহ-সভাপতি মোতাহার খান (জিটিভি), সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাতুল মণ্ডল (দৈনিক আজকের পত্রিকা), সহ-সম্পাদক মো. সিহাব খান (এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক ইজাজ আহমেদ মিলন (দৈনিক সমকাল), কোষাধ্যক্ষ মো. আদনান মামুন (আনন্দ টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান লিটন (দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক মো. জুনায়েদ আকন্দ (দৈনিক সরেজমিন), ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মোশাররফ হোসাইন তযু (দৈনিক আলোকিত বাংলাদেশ), তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান বিপু (দৈনিক আনন্দ বাজার), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফুল আলম সুমন (দৈনিক আমার বার্তা।কার্যনির্বাহী সদস্যরা হলেন- আব্দুল লতিফ (দৈনিক আমাদের সময়), শাহীন আকন্দ (দৈনিক কালের কণ্ঠ), মো. মোঃ শফিকুল ইসলাম (দৈনিক ভোরের আকাশ), নূরে আলম সিদ্দিকী (দৈনিক খোলা কাগজ), সাদিক মৃধা (দৈনিক প্রথম আলো)।ভোরের আকাশ/এসএইচ
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযুক্ত রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষকের ফসলের ক্ষতির অভিযোগে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। শনিবার পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ভবন আগারগাঁওয়ে অভিযুক্ত রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী কৃষক এসএম সোহাগ সরকারের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের যুগ্ন সচিব ও মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন এ ক্ষতিপূরণ জমা দানের আদেশ দেন।সৈয়দ ফরহাদ হোসেন সাক্ষরিত ওই পত্র সূত্রে জানাযায়, উপজেলার চান্দাইকোনা মৌজায় তিন ফসলী জমিতে গড়ে উঠে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের বিসমিল্লাহ অটো রাইস মিল। এর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পর রাতারাতি নাম পরিবর্তন করে রাখা হয় রিয়া অটো রাইস মিল।একই এলাকার ভুক্তভোগী কৃষক ও সচেতন মহলের পক্ষে সংশ্লিষ্ট দপ্তর সমূহে মিলটির বিরুদ্ধে বিষাক্ত পানি, বর্জ্য, ছাই ও কালো ধোয়ায় ফসল ও পরিবেশ নষ্টের হাত থেকে রক্ষার দাবিতে অভিযোগ পত্র দাখিল করেন এস এম সোহাগ।অভিযোগের পর সিরাজগঞ্জের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ঘটনা¯’ল সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখায় জমা দেওয়ার পর তদন্ত প্রতিবেদনের আলোকে এক শুনানি অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে প্রাপ্ত তথ্য এবং সর্বশেষ শুনানী শেষে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা-৭ এর আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পদ্ধতিতে করা হয়। টাকার অঙ্কে যার পরিমাণ এক লাখ টাকা। মিলটির বিষয়ে পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরকে এ কার্যালয়ের আদেশ বাস্তবায়নের বিষয়টি নিয়মিত মনিটরিং প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ও স্থানান্তরের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর কার্যালয়ে প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ করেন এ কর্মকর্তা।ভোরের আকাশ/আজাসা