নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ০৭:২৬ পিএম
ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনভর অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা দুদকের সম্মিলিত কার্যলয় একটি টিম।
অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ও বাহিরের দালালদের আনাগোনা, বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দৌরত্ব তথ্য উপাত্ত সংগ্রহ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও মানসম্মত খাবার পরিবেশন না করা এবং হাসপাতালে ডাক্তার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের দেরিতে কর্মস্থলে আসা ও অফিস টাইম শেষ হওয়ার আগে চলে যাওয়া, স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের কোন ডাক্তার অসহায় রোগীদের বাইরের টেস্টের জন্য পাঠাচ্ছে কিনা, ওষুধ বিতরণের স্টক রেজিস্টার আছে কিনা, টেস্ট মেশিন গুলো চালু আছে কিনা, রোগীদের বেডে বেডে গিয়ে খোঁজ-খবর নেওয়া নেন।
অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে দুদকের টিম লিডার পিরোজপুর জেলা দুদুকের সম্মিলিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল বলেন, পিরোজপুর জেলা সম্মিলিত দুদুকের কার্যালয় হতে আজকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যবেক্ষণের পরে ১ ঘন্টা অভিযান চালানো হয়। হাসপাতাল থেকে তথ্য নিলাম আজকের আউটডোর থেকে সেবা সংখ্যা ২৫২ জন তার বিপরীতে হাসপাতালে টেস্ট হয়েছে মাত্র ১৩টি। যা কখনো প্রত্যাশিত না। ডাক্তারের তথ্য মতে, হাসপাতালে ৩০ থেকে ৫০টি টেস্ট হওয়া উচিত ছিলো। কিন্তু দালালদের যোগসাজশে বাকি টেস্টগুলো বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকে হয়েছে। অর্থাৎ এখানে দালালদের দৌরাত্ব রয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন ওয়ার্ডে রেজিস্ট্রারে৷ ঘাটতি বা অনিয়ম আমরা দেখেছি পরবর্তীতে কমিশনের নির্দশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট ভোরের আকাশ মাল্টিমিডিয়াসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় ‘রোগী ও ডাক্তারেরা অসহায় দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের রাজত্ব চলে’- হাসপাতালে এই শিরোনামে নিউজের পর আজ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক অভিযান পরিচালনা করে।
ভোরের আকাশ/জাআ