বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫ ১২:২৫ পিএম
বাসাইলে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে বাসাইলে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে (২৫ মে) রোববার সকাল ১০টায় বাসাইল উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নেয়ামত উল্ল্যা,সমাজ সেবা কর্মকর্তা নুর ই লায়লা,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা মীর ময়-ই-নুল হোসেনসহ সংশ্লিষ্টরা।
মেলা উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বাসাইল বাস স্ট্যান্ড ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলায় ১টি স্টল স্থান পেয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।
ভোরের আকাশ/আজাসা