জুয়েল ইসলাম শান্ত, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ০৭:১৯ পিএম
ছবি: ভোরের আকাশ
সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীগণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আগামী ৩০ আগস্টের মধ্যে তাদের দাবি গুলো মেনে না নিলে ১ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালন করার কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮ থেকে বেলা ১১ টা পর্যন্ত বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয় চত্বরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে জেলার ৫ উপজেলার প্রায় ১৬৬ জন স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মো. বজলার হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মো. ফইজুল ইসলাম,ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য সহকারী জেসমিন নাহার লাকি, হরিপুর উপজেলা স্বাস্থ্য সহকারী মোছা. রেহেনা পারভীন সহ অনেকে।
তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/ সম্মান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৩তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য উপদেষ্টাকে অনুরোধ জানান। তাদের দাবি আগামী ৩০ আগস্টের মধ্যে মেনে না নিলে পরবর্তীতে পহেলা সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালন সহ আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
তাদের দাবিসমূহ হলো:
১. নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা(বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদ মর্যাদা সহ বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নীতকরণ।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।
৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ি নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সহ সকল স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে।
৫. বেতন স্কেলে উন্নীতকরনের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।
৬. পূর্বের ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম গ্রেড দিতে হবে।
ভোরের আকাশ/জাআ