পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ০৫:৪৪ পিএম
ছবি: ভোরের আকাশ
ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন, আমরা জীবন দিয়ে হলেও আক্বীদা ও আদর্শের ব্যাপরে কখনো আপোষ করবো না।
তিনি বলেন, মুসলমানদের ইসলামী দিবসসমূহের মধ্যে পবিত্র ইয়াওমে আশুরা একটি স্মরণীয় দিন। এ দিনটিকে আমরা বিভিন্নভাবে স্মরণে রাখি। তেমনিভাবে আমাদের প্রাণপ্রিয় শায়খ বাহরে শরীয়ত, মুজাদ্দিদে জামান শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) গত বছর এদিনেই আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে সকলকে এতিম করে চিরতরে বিদায় নিলেন। তাই এদিনটি আমাদের কাছে আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে। মরহুম হুজুরকে আমাদের মাঝে আর ফিরে পাবনা কিন্তু তাঁর আদর্শ, তা’লীম, নসীহত আমরা যদি অনুসরণ অনুকরণ করি তাহলেই আমাদের জীবন হবে সফল ও সার্থক।
পবিত্র ইয়াওমে আশুরা ও ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে জামান শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর প্রথম ওফাত দিবস উপলক্ষে ৭ জুলাই সোমবার বাদ এশা ছারছীনা শরীফে আয়োজিত খাছ তা’লিমী জলসায় আখেরী মুনাজাতের পূর্বে তিনি এসব কথা বলেন।
হযরত পীর ছাহেব কেবলা বলেন, মরহুম হযরত পীর ছাহেব কেবলা শরীয়তের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। শরীয়তের খেলাফ কোন কাজ তিনি বরদাশত করতেন না। মরহুম পীর ছাহেব কেবলা আক্বীদা ও আদর্শের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন, আমরা জীবন দিয়ে হলেও আক্বীদা ও আদর্শের ব্যাপরে কখনো আপোষ করবে না। তিনি সুন্নাতের পরিপূর্ণ পাবন্দ ছিলেন। মরহুম হযরত পীর ছাহেব কেবলার জীবনের শেষ নসিহত ছিল আল্লাহ ও তাঁর রাসূলকে কখনো ছাড়বে না এবং সাহাবায়ে কেরামদের পথ ও মত মেনে আমাদের জীবন পরিচালিত করতে হবে।
হযরত পীর ছাহেব কেবলা পীর ভাই, মুহিব্বীনদের উদ্দেশ্যে করে বলেন, এ দরবার আমাদের সকলের। আমরা এ দরবারের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে কাজ করে যাব। আলিয়া মাদ্রাসার সিলেবাসে আওলিয়ায়ে কেরামদের ইতিহাস নিয়ে বর্তমানে বিভিন্ন পাঁয়তারা চলছে, এটা নিয়ে ষড়যন্ত্র করলে তাদেরকে অবাঞ্চিত করা হবে। ছারছীনা দরবার শরীফকে নিয়ে একদল লোক সমাজে বিভ্রান্তি ছড়ানোর চক্রান্ত করছে। তাদেরকে হুশিয়ার করে তিনি বলেন- আল্লাহ যদি সহায় থাকেন তাহলে তাদের সকল ধরণের ষড়যন্ত্র ধুলিস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ. বি. এম মোশাররফ হোসেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শিব্বির আহমদ মোমতাজী, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া প্রমূখ।
ভোরের আকাশ/জাআ