সিরাজগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা'র উদ্বোধন
"দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই" প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা'র শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত জাতীয় ফল মেলাটির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসান শহীদ সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার সাদাতসহ অন্যান্য কর্মকর্তারা।
মেলায় ১২টি স্টলে রয়েছে বিভিন্ন ধরনের ফল ও ফলে চারা। এমন মেলা জেলায় ফল উৎপাদনে ও মানুষকে ফলের গাছ লাগাতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
প্রেমিকার বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গোলাম রাব্বি (১৫) নামে এক কিশোর। সোমবার (৩০ জুন) দুপুরে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।মৃত রাব্বি ওই গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে।পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক চলছিল। ছেলেটির পরিবার সম্পর্কটি মেনে নিলেও মেয়ের পরিবার শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল।রাব্বির বড় ভাই রিয়াজ শেখ বলেন, কিছুদিন আগে রাব্বি ও মেয়েটি একসঙ্গে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে উভয় পরিবার খোঁজাখুঁজি করে তাদের ফিরিয়ে আনে এবং বিয়ের আশ্বাস দেয়। কিন্তু কিছুদিন পর মেয়েটিকে কৌশলে ঢাকায় পাঠিয়ে দেয় তার পরিবার এবং রাব্বির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।গত সোমবার সকালে মেয়েটির এক আত্মীয় রাব্বিকে জানায়, মেয়েটির বিয়ে হয়ে গেছে। এ খবর শুনে রাব্বি মানসিকভাবে ভেঙে পড়ে। দুপুরে বাড়ির সবাই যখন বাইরে ছিল, তখন নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমার ভাইকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে। আমরা ওই পরিবারের বিচার দাবি করছি।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার পরিদর্শক নয়ন কুমার সরকার। তিনি জানান, ঘটনাটি জানার পরে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাবনায় পাঠানো হয়েছে।ভোরের আকাশ/জাআ
কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা-মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ওবায়দুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) রাত ৮টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের কায়েস্তপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ওবায়দুল দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকার কামাল খামার ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ আফজাল হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসার ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন।জানা গেছে, রোববার রাতে কুড়িগ্রাম-উলিপুর সড়কে পান্ডুল কায়েস্ত পাড়া এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওবায়দুল ইসলাম সড়ক থেকে ছিটকে পড়েন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভোরের আকাশ/আজাসা
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১টায় ফুলবাড়ী পৌরসভার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন, পৌর প্রশাসক ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।বাজেটে উন্নয়ন খাত থেকে ৫৫ কোটি ৯০ লাখ টাকা এবং রাজস্ব খাত থেকে উপাংশ- ১ এ ৪ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৩৭২ টাকা, উপাংশ- ২ এ ৯৪ হাজার টাকা আয় ধরা হয়েছে। সর্বমোট ৬০ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৩৭২ টাকা। এছাড়া রাজস্ব ও উন্নয়ন প্রারম্ভিক স্থিতি ৩২ লাখ ৯২ হাজার ০১৩ টাকা। বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।বাজেট ঘোষণা অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, পৌর যুব দলের সদস্য সচিব, থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব, ট্রাক ও ট্যাংলরি সমিতির ফুলবাড়ী শাখার সভাপতি মানিক মন্ডল, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির আহবায়ক এম এ কাইয়ুম, ফুলবাড়ী পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী পৌরসভার কাউন্সিলর বৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, সুধীজনসহ ফুলবাড়ীর সকল গনমাধ্যকর্মীগন উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/আজাসা
নওগাঁর মান্দা উপজেলার বড়পই নার্সারি পল্লীতে অভিযান চালিয়ে দুটি নার্সারি থেকে সাড়ে ১৩ হাজার ইউক্যালিপটাসের চারা নিধন করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।অভিযানের উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাফফর হোসেন ও রেজাউল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ইউএনও শাহ আলম মিয়া জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবেশ ও মাটির জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত ইউক্যালিপটাসের চাষ নিষিদ্ধ। নিয়ম ভেঙে এই গাছের চারা উৎপাদন করায় দুটি নার্সারিতে অভিযান চালিয়ে চারা ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত নার্সারি মালিকদের প্রতি চারার জন্য ৪ টাকা হারে সরকারি প্রণোদনা দেওয়া হবে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষির স্বার্থে এ ধরনের গাছ চাষ নিরুৎসাহিত করা হচ্ছে। নিয়মিত নজরদারির আওতায় এনে এ ধরণের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।অভিযানে রিয়াজ উদ্দিনের মালিকানাধীন ‘মেসার্স কনক চাঁপা নার্সারি’ থেকে ১০ হাজার ৫০০টি এবং মোজাম্মেল হকের ‘আল আমিন নার্সারি’ থেকে ৩ হাজার ইউক্যালিপটাসের চারা নিধন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, ইউক্যালিপটাস গাছ দ্রুত বৃদ্ধি পেলেও এটি অত্যধিক পরিমাণে পানি শোষণ করে ও মাটির উর্বরতা নষ্ট করে। এজন্য কৃষিজমি বা বসতবাড়ির আশপাশে এ গাছের চাষ নিরুৎসাহিত করছে সরকার।ভোরের আকাশ/আজাসা