সিপন আহমেদ, মানিকগঞ্জ
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ০৯:৩৬ পিএম
ফাইল ছবি
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বজ্রপাতে মো. রবিন মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার খলসি ইউনিয়নের কুমুরিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিন মিয়া স্থানীয় মাসুম শেখের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করছিলেন রবিন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বর্ষাকালে গ্রামে বজ্রপাতের ঘটনা বেড়ে যায়। সচেতনতার অভাবে অনেকেই খোলা জায়গায় অবস্থান করায় হতাহত হন।
ভোরের আকাশ/এসএইচ