তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫ ০১:২১ পিএম
গাছের নিচে চাপা পরে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বরগুনার তালতলীতে গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন।
শনিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার পচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীয়ত বিশ্বাস ওই গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে।
জানা গেছে, শরীয়ত বিশ্বাস তার দুই বন্ধু সুজন ও শাওনের সঙ্গে মোটরসাইকেলে করে পচাকোড়ালিয়া বাজারে নাস্তা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে শ্রমিকদের কাটা অবস্থায় একটি মেহগনি গাছ হঠাৎ তাদের ওপর পড়ে। গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস ঘটনাস্থলে নিহত হয়। সুজন ও শাওন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়ত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলম প্যাদা নামের ওই ব্যক্তি তার কাজের লোক দিয়ে মেশিন ব্যবহার করে গাছ কাটছিলেন। তবে গাছ কাটার সময় রাস্তার পাশে কোনো সতর্কতামূলক চিহ্ন বা সিগনাল ছিল না, যা এ দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন এলাকাবাসী। নিহত শরীয়ত বিশ্বাস এ বছর আমতলী সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহত শরীয়ত বিশ্বাসের বাবা আলমগীর বিশ্বাস বলেন, আমার ছেলের ওই স্থানে মৃত্যু লেখা ছিল, তাই ওখানেই গেছে। আমি কোনো আইনি ব্যবস্থায় যাব না।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহজালাল বলেন, এ ঘটনায় অপমৃত্য মামলা হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ