ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৯ পিএম
ছবি: ভোরের আকাশ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটি জেলার ৯ উপজেলার মধ্যে ৬টি অনুমোদিত উপজেলা কমিটি হস্তান্তর করেছে।
সোমবার সকাল ১১টার দিকে শহরের দক্ষিণ পৈরতলায় সৈয়দ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা।
এ সময় বক্তব্য দেন- সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান, বাঞ্ছারামপুর উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম. এ. করিম, আখাউড়া উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কাজী হাম্মাদুল ওয়াদুদ, কসবা উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গিয়াসউদ্দিন হায়দার এবং বিজয়নগর উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রশিদ।
অনুষ্ঠানে জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা বলেন, উপজেলা কমান্ড অনুমোদন পাওয়ার ২০ দিনের মধ্যে ইউনিয়নের এডহক কমিটি গঠন করে জেলা ইউনিট কমান্ডের নিকট পাঠাতে হবে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, বিগত দিনে মুক্তিযোদ্ধা সংসদের ভাবমূর্তি বিনষ্ট করেছে এমন কাউকে কোনো কমিটিতে রাখা যাবে না; এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক- বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ