ছবি: সংগৃহীত
মাদক ব্যবসায়ী সন্দেহে কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- ওই উপজেলার রবিন, রুবি ও রাসেল।
কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান এরই মধ্যে ঘটাস্থলে পৌঁছেছেন। এ নিয়ে এলাকায় সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্তি পুলিশ মোতায়ন রয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপির) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী-২ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশি বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন খান।উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ছদরুল আমীন হাবিব, পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, বিএনপি নেতা এসএস মিজানুর রহমান বিল্লাল, রফিকুল ইসলাম বাচ্চু, আব্দুল ওহাব মন্ডল, শিল্পপতি মুজাহিদুল ইসলাম, খান আইনুল হাবিব, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক মনিরুজ্জামান বাবু, শাহজাহান মিয়া, মিজানুর রহমাম মিজান প্রমূখ।এছাড়াও উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।ফরম বিতরণের আগে আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, আ.লীগের দু:শাসনের সময় বিএনপির অনেক ত্যাগী নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। ঘরে থাকতে পারেননি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। যাদের ওপর অমানসিক নির্যাতন চালিয়েছিল তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে সদস্য নবায়ন করতে হবে।এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবেন আমরা একতাবদ্ধ হয়ে তারই পক্ষে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন।ভোরের আকাশ/আজাসা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক গৃহবধূ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক ৫ আসামীকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব।বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে ৪টার দিকে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুরের কছিমবাজার এলাকার মতলব মিয়ার ছেলে সাত্তার আলী (৩৫) ও আক্তারুল মিয়া (৩২) ও তার স্ত্রী মনি বেগম (৩০), মৃত হেলাল উদ্দিনের ছেলে মতলব আলী (৬৫) ও তার স্ত্রী লতিফুল বেগম (৫৬)।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার ১নং আসামী লতিফ মিয়ার সাথে নিহত গৃহবধূর ১১ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকেই তার পরিবার ওই গৃহবধূকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এরই একপর্যায়ে গত ১০ জুন সকাল ৯ টার দিকে আসামী লতিফ মিয়ার ওই গৃহবধূকে হাত পা বেঁধে দা দিয়ে গলার পার্শ্বে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পরদিন ১১ জুন গৃহবধূর বোন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই আসামীরা আত্মগোনে ছিলেন।এরই ধারাবাহিকতায় বুধবার (২ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী রংপুর ও র্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি যৌথদল অভিযান পরিচালনা করে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী কার্যক্রমের জন্য আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/আজাসা
পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের বহুলী মাকোরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাকোরকোল হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ইউনিয়নের স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রমিকদলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির। আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া, বহুলী মাকোরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহির উদ্দীন, মাকোরকোল হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জব্বার হোসেন, সদর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, অত্র ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।ভোরের আকাশ/জাআ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কমিশনারসহ আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।তারা হলেন- ঢাকা পূর্বের কমিশনার (কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট) কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, বেনাপোল স্থলবন্দরের কমিশনার মো. কামরুজ্জামান, উপ কর কমিশনার মো. মামুন মিয়া, অতিরিক্ত কর কমিশনার (আয়কর গোয়েন্দা ইউনিট) সেহেলা সিদ্দিকা ও কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান আহমেদ।বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।গত মাসে এনবিআরে সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলন হয়। এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে হওয়া আন্দোলনে এই পাঁচজনের অংশগ্রহণ ছিল। সেহেলা সিদ্দিকা আন্দোলনের সময় ঐক্য পরিষদের মুখপাত্র ছিলেন।দুদক জানায়, কতিপয় অসাধু সদস্য ও কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অংকের ঘুসের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুস না পেয়ে কর ফাঁকি দেওয়ার মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে হয়রানি করেন বলেও জানা যায়।এর আগে একই অভিযোগে গতকাল আরও পাঁচজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন- অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, সদস্য লুতফুল আজীম, সিআইসির সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম ও যুগ্ম কমিশনার মো. তারেক হাছান। এদের মধ্যে শিহাবুল ইসলাম, মো. তারেক হাছান, আব্দুল রশীদ মিয়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য।গত ২৯ জুন এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। যার মধ্যে বেশিরভাগই ছিলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য।ভোরের আকাশ/আজাসা