কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
কুমিল্লার দাউদকান্দিতে আল মামুন (৪০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আল মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আল মামুন হত্যাসহ খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় মোট ২৩টি মামলা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাতে গৌরীপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদ জব্দ করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, শুক্রবার রাতে আল মামুন তিন নারীসহ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকার গাবতলী থেকে একটি বাসে ওঠেন। গৌরীপুর বাস স্টেশনে বাস থামলে তিনি পানি কিনতে নেমে পড়েন। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হত্যার পেছনে কারা জড়িত ও কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
২৬ জুলাই ২০২৫ ১২:০২ পিএম
কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা জারি
গোমতী নদীর পানি বৃদ্ধি নতুন করে উদ্বেগ তৈরি করেছে কুমিল্লায়। টানা দুদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে বুধবার (৯ জুলাই) সকাল ৯টায় গোমতীর পানি রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমা থেকে মাত্র ৩ মিটার নিচে রয়েছে।পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, গোমতীর পানি দ্রুতগতিতে বাড়ছে এবং এখনই সতর্ক থাকার সময়। তিনি আরও জানান, গোমতীর পানি বর্তমানে ৮ দশমিক ৩০ মিটার উচ্চতায় রয়েছে, যেখানে বিপদসীমা ১১ দশমিক ৩০ মিটার। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।এ দিকে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও ভাঙনপ্রবণ এলাকার মানুষকে প্রয়োজন হলে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সমন্বয়ে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে।ভোরের আকাশ/এসএইচ
০৯ জুলাই ২০২৫ ০৯:০৫ পিএম
কুমিল্লায় তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি
কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা ও কভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা তিন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।সোমবার (৭ জুলাই) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার সরকারি কৌঁসুলি (পিপি) মো. কাইমুল হক রিংকু। তিনি জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে পুলিশ। মামলার অভিযোগপত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনকে আসামি করা হয়। মামলার বাদী ছিলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান হাওলাদার।পরে বিচারিক প্রক্রিয়ায় দেখা যায়, ঘটনার সময় খালেদা জিয়া গুলশানের বাসায় অবরুদ্ধ ছিলেন, ফলে তার সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এ প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সফিকুল ইসলাম তাকে মামলা থেকে অব্যাহতি দেন।এ ছাড়া ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুর এলাকায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া নাশকতার মামলায়ও খালেদা জিয়াকে আসামি করা হয়। ওই মামলায় প্রাথমিকভাবে ৩২ জনের নাম থাকলেও পরে আরও ১০ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। এই মামলারও বাদী ছিলেন এসআই নুরুজ্জামান হাওলাদার। তদন্তে খালেদা জিয়ার সংশ্লিষ্টতা না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন।জেলা পিপি আরও জানান, মামলাগুলো আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দায়ের হয়েছিল এমন যুক্তিতে আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়।ভোরের আকাশ/এসএইচ
০৮ জুলাই ২০২৫ ০২:৪১ এএম
কুমিল্লায় দিঘীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
কুমিল্লার বরুড়ায় দিঘীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে পৌর এলাকার সাহারপদুয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।নিহতরা হলেন, সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের ৯ বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং একই বাড়ির রিপন পোদ্দারের ৮ বছর বয়সী মেয়ে বন্নি পোদ্দার।স্থানীয় সূত্রে জানা যায়, দুই কন্যা শিশু দিঘীতে গোসল করতে নেমে গভীরে চলে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বন্নি পোদ্দার বরুড়া পৌর সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, তিনি এই ঘটনার বিষয়ে অবগত আছেন। একই বাড়ির দুই শিশু গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে। থানা পুলিশের একটি দল বর্তমানে নিহতদের বাড়িতে অবস্থান করছে।ভোরের আকাশ/জাআ
০৩ জুলাই ২০২৫ ০৯:০৮ পিএম
কুমিল্লায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
মাদক ব্যবসায়ী সন্দেহে কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- ওই উপজেলার রবিন, রুবি ও রাসেল।কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান এরই মধ্যে ঘটাস্থলে পৌঁছেছেন। এ নিয়ে এলাকায় সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্তি পুলিশ মোতায়ন রয়েছে।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।ভোরের আকাশ/এসএইচ
০৩ জুলাই ২০২৫ ১২:২৪ পিএম
‘দুই ২ লাখ টাকা চুক্তিতে প্রবাসীর স্ত্রীকে হত্যা’
কুমিল্লার বুড়িচংয়ে সেফটি ট্যাংক থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।তিনি জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২ লাখ টাকা চুক্তিতে খুন করা হয় ফেরদৌসী বেগমকে। এ ঘটনায় অভিযান চালিয়ে নিহতের ঝা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আসামীরা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।গ্রেফতারকৃতরা হলো- দক্ষিণগ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী নুরজাহান বেগম (৫০) একই গ্রামের মোঃ সোলাইমান ওরফে তনু মিয়ার ছেলে আনোয়ার (৩০), মমতাজ উদ্দিনের ছেলে রুবেল আহমেদ মিন্টু (৩১), খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু (২৭)।ওসি জানান, রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়ার সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগম নয়ন ও ঝা নুরজাহান বেগম মধ্যে বাড়ির পাশের একটি জমি নিয়ে পূর্ববিরোধ চলছিল। বিষয়টি নিয়ে কোন প্রকার সুরহা না হওয়ায় ফেরদৌসী বেগমকে হত্যার পরিকল্পনা করে ঝা নুরজাহান বেগম।পরিকল্পনা অনুযায়ী পার্শ্ববর্তী এলাকার মাদকসেবী আনোয়ার হোসেনের সাথে দুই লাখ টাকায় হত্যার চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী আনোয়ার হোসেন সাথে মমতাজ উদ্দিনের ছেলে রুবেল আহমেদ মিন্টু ও খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু এই দুজনকে যুক্ত করেন। চুক্তি অনুযায়ী গত ২৭ জুন শুক্রবার সকালে ফেরদৌসী বেগমকে বাড়ির পাশের একটি নির্জন বাগানে হত্যা করে মরদেহ সেফটি ট্যাংকে ফেলে দেয়। ফেরদৌসী বেগম নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিসহ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে মঙ্গলবার সকাল ৮টায় স্থানীয়রা বাড়ি থেকে ২শ গজ দূরে একটি নির্জন বাগানের সেপটিক ট্যাংকে বস্তাবন্দি লাশের সন্ধান পেয়ে বুড়িচং থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দী অবস্থায় গৃহবধুর মরদেহ উদ্ধার করে।এ ঘটনার পর নিহতের ছেলে ইকরামুল হাসান বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বুড়িচং থানা পুলিশ প্রথমে নিহতের ঝা নুরজাহান বেগম আটক করে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে একপর্যায়ে হত্যার ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য দেয়। পরবর্তীতে অভিযান চালিয়ে আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়।এ সময় আসামিদের কাছ থেকে নিহতের কানের দুল, গলার চেইন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে কুমিল্লা আদালতে পাঠালে আসামিরা হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দী প্রদান করেন। পরবর্তীতে আসামিদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।ভোরের আকাশ/আজাসা
০২ জুলাই ২০২৫ ০৭:৫৫ পিএম
মুরাদনগরের ঘটনায় আ.লীগ নেতা জড়িত: রিজভী
কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের নেতা জড়িত থাকলেও বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।রিজভী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিএনপির কর্মসূচি থাকবে। অংশ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার মধ্যরাতে শহীদ মিনারে ছাত্রদল ফুল দেবে।’ছবি: সংগৃহীতবিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ভোট, নির্বাচন এবং ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না জুলাই গণঅভ্যুত্থান। আমাদের হয়তো কিছু কিছু বিষয়ে মনোমালিন্য থাকতে পারে; কিন্তু দেশের স্বার্থে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এক সঙ্গে থাকতে হবে এক কাতারে থাকতে হবে। ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার, জনগণকে স্থিতিশীল রাখতে দিতে চায়না পতিত স্বৈরাচারী সরকার। আওয়ামী লীগের এক নেতা কুমিল্লায় ধর্ষণ করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। হঠাৎ করে এমন ঘটনা ঘটছে না, ওরা একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে। কারণ ওদের কাছে আছে প্রচুর পরিমাণ অবৈধ টাকা, সেই টাকা ব্যয় করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সরকারের উচিত ছিল এদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। সরকারের ধীর পদক্ষেপের কারণেই এমন ঘটনা ঘটছে।’এ সময় মুরাদনগরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন প্রমুখ।ভোরের আকাশ/এসএইচ
২৯ জুন ২০২৫ ০৮:০৮ পিএম
কুমিল্লায় আলোচিত ধর্ষণ মামলার মূলহোতা গ্রেফতার
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি ফজর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৯ জুন) ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফজর আলী কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদের ছেলে।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর এবং আমরা প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি।মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফজর আলী রাতে ভুক্তভোগীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই নারী থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।গ্রেপ্তার ফজর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।ভোরের আকাশ/এসএইচ
২৯ জুন ২০২৫ ১০:১৫ এএম
ব্রাহ্মণপাড়ায় ময়লার ভাগাড়ে নাকাল এলাকাবাসী
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মেজর গনি সড়কের পাশে সরকারি খাসজমি ও মধুমতী হাসপাতাল। এ হাসপাতালের উত্তর পাশেই খাসজমিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এগুলো দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশ দূষিত করছে। আবাসিক এলাকায় এ ধরনের দূষণ স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। লোকজন, পথচারী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা দুর্গন্ধে নাকাল হচ্ছে প্রতিদিন। এলাকাবাসীর অভিযোগ, নির্দিষ্ট কোনো বর্জ্য ফেলার স্থান না থাকায় বাধ্য হয়ে লোকজন এখানে ময়লা ফেলছে।সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণপাড়া সদর বাজারের দক্ষিণ পাশে অবস্থিত এ জায়গাটি এক সময় সিএনজি স্টেশন হিসেবে ব্যবহৃত হতো। তৎকালীন ইউএনও সোহেল রানা এটি প্রস্তুত করেছিলেন। তবে পরে স্টেশনটি পূর্বের স্থানে স্থানান্তর করা হলে জায়গাটি খালি পড়ে থাকে। এরপর থেকেই এলাকাবাসী এখানে ময়লা ফেলতে শুরু করে। বর্তমানে এটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।স্থানীয় ব্যবসায়ী বাবুল বলেন, ‘আমার দোকান আলতাফ আলী মার্কেটে। প্রতিদিন এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করি। হাসপাতালের সামনে দিয়ে হাঁটার সময় এত দুর্গন্ধ লাগে যে বমি চলে আসে। মুখ-নাক ঢেকে কোনোরকমে পার হতে হয়।’আরেক ব্যবসায়ী কামাল বলেন, ‘মধুমতী হাসপাতালের পাশেই এ ময়লার ভাগাড় এখন জনদুর্ভোগের কেন্দ্রবিন্দু। দুর্গন্ধে ব্যবসা-বাণিজ্য ও বসবাস করা দিন দিন কষ্টকর হয়ে উঠছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’বাজারের কাঁচামালের ব্যবসায়ী আবু কালাম বলেন, ‘বিক্রির পর অবশিষ্ট বর্জ্য ফেলার কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় বাধ্য হয়েই এখানে ফেলি।’নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘জায়গাটি দীর্ঘদিন খালি পড়ে আছে। তাই আমরা এখানে ময়লা ফেলি। বিকল্প কোনো ডাম্পিং জায়গা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মো. হাসিবুর রেজা বলেন, ‘দুর্গন্ধের ফলে মানুষের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। বাড়তে পারে শ্বাসকষ্ট, অ্যালার্জি ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি। শিশু ও বয়স্কদের জন্য এটি খুবই ক্ষতিকর। তাই দ্রুত এ বর্জ্য অপসারণ করা প্রয়োজন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘বাজার পরিচালনা কমিটির সঙ্গে কথা বলবো যাতে সরকারি খাস জায়গায় কেউ ময়লা না ফেলে। এ জায়গায় ময়লা ফেলার কোনো এখতিয়ার কারো নেই। জনগণকে সচেতন করতে শিগগিরই সাইনবোর্ড স্থাপন করা হবে।’ভোরের আকাশ/এসএইচ
২৭ জুন ২০২৫ ০৫:৫৮ পিএম
কুমিল্লায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আহত
কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকায় স্ত্রী আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর ডুবাইরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মোঃ সাখাওয়াত হোসেন, তার বাড়ি কুমিল্লা নগরীর ২৬ নং ওয়ার্ডের ধনেশ্বর এলাকায়।দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন দাস।তিনি জানান, মোটরসাইকেল আরোহী সাখাওয়াত হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের ডুবাইরচর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই সাখাওয়াতের মৃত্যু হয়। এছাড়া আহত হয় তার স্ত্রী। স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়।খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিকে উদ্ধার করে।এছাড়া মোটরসাইকেল চাপা দেওয়া ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।ভোরের আকাশ/জাআ
২৪ জুন ২০২৫ ০৮:২৪ পিএম
কুমিল্লায় শিশু ও কিশোরী ধর্ষণের পৃথক ঘটনায় গ্রেপ্তার ২
কুমিল্লার বরুড়ায় শিশু ও এক কিশোরীকে ধর্ষণের পৃথক ঘটনায় দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ। উপজেলার ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রাম ও বরুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামে পৃথক ঘটনা দুটি ঘটে।গ্রেপ্তারকৃতরা হলেন ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে এনামুল হক এনাম (২১), ও উপজেলার পৌর এলাকাধীন ৭ নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামের মনির হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন হৃদয় (২৪)। শনিবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রামে আট বছরের এক শিশুকে পার্শ্ববর্তী ধানের জমিতে নিয়ে ভয় দেখিয়ে সম্প্রতি ধর্ষণ করেন একই এলাকার নুরুল ইসলামের ছেলে এনামুল হক এনাম।এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে ধর্ষণ করেছে মর্মে পরিবারকে অবহিত করেন। ঐদিনে পরিবারের পক্ষ থেকে বরুড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার রাতে অভিযুক্ত এনামুল হক এনামকে গ্রেফতার করে। অপর ঘটনায় মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বরুড়া উপজেলার পৌর এলাকাধীন ৭নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামের মনির হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন হৃদয় (২৪) সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বড্ডা পাড়া গ্রামের এক কিশোরীর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।এক পর্যায়ে তোফাজ্জল হোসেন হৃদয় ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে তিন দিন যাবত আটক রেখে ধর্ষণ করে। পরে ওই কিশোরীকে বিয়ে না করে তাড়িয়ে দেয় তোফাজ্জল। এই ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে বরুড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ তোফাজ্জল হোসেন হৃদয়কে গ্রেফতার করে।এ বিষয়ে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, আমরা পৃথক দুই ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। ধর্ষিতাদের মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ও গ্রেফতার কৃতদের আদালতে চালান দেয়া হয়েছে।ভোরের আকাশ/এসএইচ