দাগনভূঞায় পিকআপ-সিএনজি সংঘর্ষে আহত ২
ফেনীর দাগনভূঞার বেকের বাজার গরুবাজারের সামনে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (৪ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি দাগনভূঞা বাজার থেকে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এতে পাঁচজন যাত্রী ছিলেন। বেকের বাজার গরুবাজারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ পাশের খোলা জায়গায় ঢোকার সময় পেছনের অংশের সঙ্গে সিএনজির সংঘর্ষ ঘটে। এতে দুজন যাত্রী গুরুতর আহত হন।
আহত যাত্রীরা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাঁরা দাগনভূঞায় রাজমিস্ত্রীর কাজ করতেন এবং ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
ঘটনার পর দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করছে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ জুলাই) ভোর রাতে খুলনার বিভিন্ন একালায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচলনা করে। অভিযানে খুলনার অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ শাকিল গ্রুপের প্রধান ও বি কোম্পানির অন্যতম সদস্য শাকিল শেখ, শহিদুল ইসলাম খোকন ও মো. শাকিল এবং আশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাতকে খুলনার লবনচরা এলাকা হতে আটক করা হয়। এ সময় আটককৃত সন্ত্রাসী ইয়াসিন আরাফাতের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পাইপ গান, বিভিন্ন গোলাবারুদ, স্টান গান, ১টি ডামি পিস্তল, বিভিন্ন দেশীয় অস্ত্র, ইয়াবা ও অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত সকল সন্ত্রাসীর বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলার অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও গোলা, মাদকসহ আটককৃত ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লবনচরা থানায় হস্তান্তর করা হয়।ভোরের আকাশ/আজাসা
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কৃষক যুবক ইব্রাহিম বাবুর (৩২) লাশ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকের পর ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন।দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপির মেইন পিলার ৭৬ নং এর কাছে শূন্য লাইনে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ হায়দার, সহকারী পরিচালক মো. হায়দার আলী, দর্শনা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. এনায়েত হোসেন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মহিবুল্লাহ, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর।অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, ৩২ বিএসএফের অধিনায়ক শ্রী সুজিত কুমার, হালদার পাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি তপস্যর কুমার, কৃষ্ণগঞ্জ থানার ওসি শ্রী সৌগত রায়। এ সময় নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।পতাকা বৈঠক শেষে ভারতীয় পুলিশ বাংলাদেশী নিহত যুবক ইব্রাহিম বাবুর লাশ দামুড়হুদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।পরে নিহতের ভগ্নীপতি মো. এনামুল হক মরদেহ পুলিশের কাছ থেকে বুঝে নেন।প্রসঙ্গত, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে গত বুধবার (২ জুলাই) ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশী কৃষক যুবক নিহত হন। নিহত ইব্রাহিম বাবু (৩২) ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।গত বুধবার দুপুরে ইব্রাহিম বাবুসহ ৪-৫ জন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এসময় অসাবধানতাবশত সীমান্তের ৭৯ নম্বর মেন পিলার পার হয়ে ভারতে ঢুকে পড়লে সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বাবু।ভোরের আকাশ/আজাসা
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত এক অভিযানে ২০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে বরিশাল জেলার কোতোয়ালি মডেল থানাধীন কোস্টাল বরফকল (বটতলা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশাল সূত্রে জানা গেছে, অভিযানে একটি টিনের ছাউনিযুক্ত এককক্ষ বিশিষ্ট বসতঘর থেকে একটি ছোট কাপড়ের থলির ভেতর থাকা জিপারযুক্ত পলিথিন প্যাকেটে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ২ গ্রাম।এ ঘটনায় আটককৃত ব্যক্তির নাম মোসা. মাহফুজা (৩৭) কোস্টাল বরফকল (বটতলা) এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম জাকির হাওলাদার এবং পিতার নাম জব্বার হাওলাদার।আটকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক।ভোরের আকাশ/জাআ
ফেনীতে টানা ভারী বৃষ্টির কারণে মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের অন্তত পাঁচটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। স্থানীয় প্রশাসন ভাঙনকবলিত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে মাইকিং করছে।ফেনী আবহাওয়া কার্যালয়ের ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি।ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধির ফলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে বাঁধের পাঁচটি পয়েন্ট ভেঙে গেছে।সকালে ফুলগাজী বাজারের শ্রীপুর রোড সংলগ্ন মুহুরী নদীর তীরে বাঁধ ভেঙে পড়লে নদীগর্ভে হারিয়ে যায় কয়েকটি দোকান।মনিপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান জানান, মঙ্গলবার বিকেলে সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হতে দেখা যায়। নদীর পানি ছড়িয়ে পড়ে সুবার বাজারের দক্ষিণাংশ প্লাবিত করেছে।পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, পরশুরাম উপজেলার জঙ্গলঘোনা, গদানগর এবং ফুলগাজীর দেড়পাড়া ও সাহেব নগরের বেড়িবাঁধে ভাঙনের কারণে ওইসব এলাকার একাধিক গ্রামের নিচু অংশে পানি ঢুকে পড়েছে। ভোরের আকাশ/হ.র