রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫ ০২:৩৪ পিএম
রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাসুদ মোল্লা (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মাসুদ মোল্লা ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জিমউদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, মাসুদের মানসিক সমস্যা ছিল। পাশাপাশি পারিবারিক কলহও চলছিল। আজ সকালে বাজার থেকে ফেরার পথে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিধান কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। প্রয়োজনীয় আইনগত নেয়া হবে।
ভোরের আকাশ/আজাসা