ছবি: সংগৃহীত
ঘন ঘন সড়ক অবরোধের ঘটনায় চরমভাবে ব্যাহত হচ্ছে নাগরিক জীবনযাত্রা। প্রতিদিনই রাজধানীতে এক থেকে দুটি সড়ক অবরোধের ঘটনা ঘটছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ইউরোজোন ফ্যাশনসের প্রায় হাজার খানেক শ্রমিক কুড়িল এলাকায় সড়ক অবরোধ করেন। তারা অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে সড়কের উভয় লেন বন্ধ করে দেন।
কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীসহ সাধারণ মানুষ। বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে প্রায় চার ঘণ্টা অবরোধের পর রাজধানীর কুড়িলে সড়ক ছেড়েছেন ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা। আজ বিকাল পৌনে চারটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ওই সড়কে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে বৈঠক করে। সেখানে সরকারের মধ্যস্থতায় মালিকপক্ষ থেকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হয়।
জিয়াউর রহমান বলেন, ‘আশ্বাস পাওয়ার পর বিকাল পৌনে চারটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’
শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের অপেক্ষায় ছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সময়মতো সেটি না দেওয়ায় বাধ্য হয়ে সড়ক অবরোধে নামতে হয়েছে। সরকার ও মালিকপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করা হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।
বেলা ৩টার দিকে কুড়িলের একটি মোটর পার্টস দোকানের কর্মী তৌফিকুর রহমান জানান, দুপুর ১২টা থেকেই শ্রমিকেরা রাস্তায় নামতে শুরু করে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অনেকে হেঁটে গন্তব্যের পথ ধরেন। স্কুল ছুটির পর শিশুদের নিয়ে বিপাকে পড়েন তাদের অভিভাবকেরা।
পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা বলছেন,‘দুপুর ১২টার আগ থেকেই বাড্ডা-কুড়িল সড়কটির ইনকামিং ও আউটগোয়িং উভয় লেনই বন্ধ করে বিক্ষোভ শুরু করে ইউরোজোন নামে একটি কারখানার শ্রমিকেরা। যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ফ্লাইওভারের ওপরেও।’
সেখানে বলা হয়েছে, ‘ইউরোজোন ফ্যাশন গার্মেন্টস এর প্রায় ৫০০ কর্মীরা বেতন ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং এ রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে থানার অফিসার-ফোর্স নিয়োজিত রয়েছে।’
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
রাজবাড়ী পাংশার কশবামাজাইলে যৌথবাহিনীর এক সফল অভিযানে একটি ওয়ান শুটারগান সহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মনির বিশ্বাস এর বাড়ির পশ্চিম পাশে ডুমুর গাছের নিচে হইতে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, ১টি হাতে তৈরি সচল ওয়ান শুটার পাইপ গান, ১টি সবুজ রংয়ের তাজা কার্তুজ। ৫টি সবুজ রংয়ের পটকা, ১টি হাঁসুয়া ও ১টি ৩৬ ইন্ঞ্চি লম্বা হকিস্টিক।এ বিষয়ে থানা পুলিশ জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/জাআ
খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে ইমরান মুন্সি নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাত পৌনে ৮ টার দিকে নগরীর কাস্টমস ঘাট এলাকায় ঘটনাটি ঘটে।এ ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যায়। আমরা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। নিহত ইমরান মুন্সি খুলনার গ্রেনেড বাবুর সক্রিয় সদস্য ছিল। তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।ভোরের আকাশ/জাআ
ঢাকার নর্থনাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কর্তৃক পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে ও অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জীবননগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে জীবননগর মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত যুব মজলিস জীবননগর শাখার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় নারায়ে তাকবির, আল্লাহু আকবার, দীন ইসলাম জিন্দাবাদ, আল কুরআনের অপমান সইবে না মুসলমান, আল কুরআনের শত্রুরা হুশিয়ার সাবধান ইত্যাদি স্লোগানে জীবননগর শহর মুখরিত হয়ে ওঠে।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশর অধিকাংশ লোক মুসলমান। এদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন বিধর্মী শিক্ষার্থী পবিত্র আল-কুরআন শরিফকে অবমাননা করেছে। আমরা সেই শিক্ষার্থী অপূর্ব পালকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যদি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হয় তাহলে পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করবো।সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস জীবননগর থানা শাখার সভাপতি মুফতি শাহ জামাল। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আল মাহমুদ।এসময় উপস্থিত ছিলেন মাওলানা আমানুল্লাহ, মাওলানা তরিকুল ইসলাম, মুফতি আবু সাঈদ, মাওলানা বাসার, আব্দার আলী, মাহমুদ, মাওলানা ইমারান, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ, এহসানুল্লাহ, আব্দুল হায় প্রমুখ।উল্লেখ্য, গত শনিবার নিজের ফেইসবুকে পবিত্র কুরআন শরীফ অবমাননা করে বেশ কিছু পোস্ট করে অপূর্ব পাল। এই ঘটনায় ওই দিন মধ্যরাতে তাকে গ্রেফতার করে পুলিশ।ভোরের আকাশ/জাআ
নির্বাচনের ভোটের হাওয়া সর্বত্র ছড়িয়ে পড়ছে। গ্রাম থেকে হাট বাজার, এবং কি টাঙ্গাইলের বৃহত্তর চরাঞ্চলেও লেগেছে দোলা। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নে, পোড়াবাড়ি হাটে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করছে নেতৃবৃন্দরা।বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণসহ ধানের শীষে ভোট প্রার্থনা করেন তারা। টাঙ্গাইল সদর-৫ সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে হাট বাজারসহ বিভিন্ন দোকানপাট, চায়ের স্টলে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে জনসংযোগ করে নেতৃবৃন্দরা।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ভিপি মনিরের নেতৃত্বে পোড়াবাড়ি হাট, চারাবাড়ি ঘাট ও দাইন্যা ইউনিয়নে এ লিফলেট বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান,সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা শ্রমিক দল নেতা তোফাজ্জল হোসেন, শহর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মনির হোসেন, বিদ্যুৎ শ্রমিক নেতা সোহেল, সদর থানা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, ঘারিন্দা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল বাসেত, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, করটিয়া ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুমন, শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ।ভোরের আকাশ/জাআ