ছবি : ভোরের আকাশ
নাটোরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের যাত্রী ৫নারীসহ ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলে ৫ জন এবং আহত দুজনকে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজন মারা যায়। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের জেলার বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের জেলার বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রীজ এলাকায় ঢাকা গামী যাত্রীবাহী সাদা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৩-৯৭৯২) সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট ২৪-৪৮৬৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাক চাপায় ঘটনা স্থালে মাইক্রোবাসের যাত্রী চার নারীসহ ৫জন নিহত হয়। পরে আহতদের বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরেক নারী মারা যায়। হতাহতদের তাৎক্ষনিত পরিচয় না পাওয়া গেলেও তারা সকলে একই পরিবারের লোকজন বলে ধারণা করা হচ্ছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে শুধু মাইক্রোবাসের চালকের নাম জানা গেছে। তাঁর নাম রুবেল হোসেন (৩২)। বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। হতাহত ব্যক্তিরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের আরোহী।
বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ দিকে আইড়মারী এলাকায় মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রুবেল হোসেনসহ পাঁচজন নিহত হন। গুরুতর আহত দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। অন্য আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান নামের একজন বলেন, মাইক্রোবাসটি অন্য একটি গাড়িকে অতিক্রম করছিল। তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হতাহত ব্যক্তিরা মাইক্রোবাসের আরোহী ছিলেন। তাঁদের সবার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
পুতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানিকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলায়। নিহতের নাম আলেয়া বেগম আনুর (৭৫)। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টা ১৫ মিনিটে দিকে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়।নিহতের ছেলে ফেরদৌস হাওলাদার সহ নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজারের নিকটস্থ উমাজুড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত. সুলতান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম আনু (৭৫) কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার পুতনিকে একই গ্রামের হাসমত বাবনার দুই ছেলে কাওসার এবং আনসার উত্যক্ত করে আসছিল।এক পর্যায়ে আলেয়া বেগম ওই উত্যক্তের প্রতিবাদ করে। ফলে কাওসার ও আনসার বুধবার দুপুর ১১টা ৩০মিনিটে দিকে ইট দিয়ে বৃদ্ধা আলেয়ার মাথায় আঘাত করে। প্রতিবেশিরা তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।চিতলমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাৎ হোসেন জানান, বৃদ্ধ আলেয়াকে হত্যার অভিযোগে উমাজুড়ি গ্রামের হাসমত বাবনার দুই ছেলে আনসার বাবনা (২৭), কাওসার বাবনা (৩০) কে আটক করা হয়েছে। নিহতের ছেলে ফেরদৌস বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।ভোরের আকাশ/জাআ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সুনামগঞ্জে শুরু হবে আগামী শুক্রবার। পদযাত্রা শেষে বিকেল ৩টায় শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হবে।বুধবার বেলা ১১টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নেতারা।সংবাদ সম্মেলনে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের সমবেদনা প্রকাশ করা হয়। এ সময় এনসিপির জেলা প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি সুনামগঞ্জে আগামী শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হবে। যাঁদের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে তাঁরা প্রথমবারের মতো সুনামগঞ্জে আসছেন। পদযাত্রাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পদযাত্রা কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক শক্তি দেশব্যাপী স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সুনামগঞ্জে আসছেন জুলাই আন্দোলনের তরুণ নায়ক জাতীয় নেতা এনসিপির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরোয়ার নিভা, সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, এহতেশামুল হক, অনিক রায়।এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, সারাদেশে জুলাই পদযাত্রার ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী শুক্রবার সুনামগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই রাতে এনসিপির জাতীয় নেতারা সুনামগঞ্জে অবস্থান করবেন। ২৫ জুলাই শহরের মডেল মসজিদে জুমার নামাজ শেষে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি মডেল মসজিদ থেকে কালীবাড়ি হয়ে পুরাতন বাসস্ট্যাণ্ডের দিকে রওয়ানা হয়ে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হবে।যুগ্ম সমন্বয়ক আরও বলেন, পদযাত্রায় প্রায় ১৫ হাজার লোকের সমাগম হবে এবং সব রাজনৈতিক দল তাদের পদযাত্রাকে স্বাগত জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে। তাঁরা সার্বিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবেন।ভোরের আকাশ/জাআ
মানিকগঞ্জ জেলা কারাগারে আটক অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত বাবুল হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ূন কবির খান বলেন, ‘বাবুল হোসেন কিছুদিন ধরে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ১০টার দিকে হঠাৎ করে তার বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।’হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বাবুল হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।’ওসি জানান, গড়পাড়ায় শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পোড়ানো মামলার আসামি ছিলেন তিনি। গত চার মাস ধরে তিনি মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।ভোরের আকাশ/জাআ
'যে কেউ পানিতে ডুবে যেতে পারি সবাই মিলে প্রতিরোধ করি' এ প্রতিপাদ্য সামনে রেখে বরগুনার তালতলীতে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে 'সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)' আয়োজনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে সালমা এবং সভাপতিত্ব করেন, ইন্টারন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন এন্ড রিসার্চ ডিভিশন এর উপ-পরিচালক আবুল বরকাত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল, একাডেমিক সুপার ভাইজার গৌতম চন্দ্র বসু।সিআইপিআরবি থেকে উপস্থিত ছিলেন, ডেপুটি কমিউনিকেশন ম্যানেজার ফারহানা ফেরদৗস, অ্যাসিস্টেন্ট এমইএল ম্যানেজার অংশুমান সরকার, তালতলী প্রকল্প এলাকার এরিয়া কোঅর্ডিনেটর রজত সেন প্রমুখ।ভোরের আকাশ/জাআ