পিরোজপুরের ইন্দুরকানীতে সিআইডি ও পুলিশের যৌথ অভিযানে ইব্রাহিম হোসেন ও আল আমিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) গভীর রাতে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লক্ষীদিয়া বাড়ৈখালি গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার সন্দ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন।গ্রেফতারকৃত ইব্রাহিম হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কয়রা গ্রামের বাসিন্দা শরীফুল ইসলামের ছেলে এবং আল আমিন একই গ্রামের বাসিন্দা।থানা সুত্রে জানা গেছে, নাটোর সদর থানায় দায়েরকৃত একটি ডাকাতির মামলা রয়েছে যার মামলা নম্বর: ৩; তারিখ: ০৩/০৮/২০২৫; ধারা: ৩৯৫/৩৯৭/৩৪। মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য গোপন সংবাদের ভিক্তিতে ইন্দুরকানী থানা পুলিশের সহায়তা নিয়ে নাটোর থেকে আসা সিআইডি লক্ষীদিয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম হাওলাদারের বাড়িতে অভিযোগ চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।স্থানীয়রা জানান, সম্প্রতি লক্ষীদিয়া গ্রামে চুরি ও ডাকাতির ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এসব অপরাধের পেছনে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ উঠেছে।গ্রেফতারকৃতদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত বাড়ির মালিক জাহিদুল ইসলাম হাওলাদারের গতিবিধিও স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরেই সন্দেহজনক বলে দাবি করেছেন।ইন্দুরকানী থানার এসআই আশিক বলেন, গ্রেপ্তারকৃত ইব্রাহীমকে গ্রেপ্তার দেখিয়ে নাটোরে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে আল আমিনের কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় পরিবারের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পাশাপাশি বাড়ির মালিক জাহিদুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে।ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, নাটোরের একটি ডাকাতি মামলার এক আসামি পালিয়ে এসে ইন্দুরকানীতে আশ্রয় নিয়েছিল। নাটোর থেকে সিআইডি এসে আমাদের সহায়তা নিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তাকে আইনী প্রক্রিয়া শেষে নাটোরে নিয়ে যাওয়া হয়েছে।এ বিষয়ে নাটোর জেলার সিআইডির ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইব্রাহীম নামে একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে।ভোরের আকাশ//হ.র
১৮ আগস্ট ২০২৫ ১২:০৩ এএম
সিংড়ায় শুভ জন্মাষ্টমী উদযাপন
নাটোরের সিংড়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন হয়েছে।শনিবার (১৬ আগস্ট) এ উপলক্ষে নাটোরের সিংড়ায় ভক্তবৃন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করছেন।বেলা সাড়ে ১১টায় বিভিন্ন মন্দির থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে মূল শোভাযাত্রায় যোগ দেয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ।এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁদ মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার প্রমুখ।বিভিন্ন মন্দিরে দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় পবিত্র গীতা পাঠ, প্রার্থনা সভা, সন্ধ্যায় ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
১৬ আগস্ট ২০২৫ ০৭:২৩ পিএম
নাটোরে প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যা
নাটোরের লালপুর উপজেলায় প্রাইভেটকার থামিয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক চালককে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর মিলস হাইস্কুলের পাশের রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, সাইদুর রহমান একটি প্রাইভেটকার নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে বনপাড়া যাচ্ছিলেন। পথে গোপালপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা গাড়িটি থামিয়ে গাড়ির ভেতরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।মুমূর্ষু অবস্থায় সাইদুর গাড়ি থেকে নেমে প্রাণ রক্ষার চেষ্টা করলেও রক্তক্ষরণে সড়কের পাশেই তার মৃত্যু হয়। সহযাত্রীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে সড়কের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সঙ্গে থাকা কাগজপত্র দেখে পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থলে প্রাইভেটকারের ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীরা এ ঘটনা ঘটাতে পারেন। এই ঘটনার তদন্ত চলছে।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে নাটোর সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/মো. আ.
০৮ আগস্ট ২০২৫ ১১:৪০ এএম
নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে ট্রেন দুর্ঘটনার পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়।রোববার (৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় রেললাইনে লোহার শিকল জড়িয়ে তালা লাগানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সঙ্গে সঙ্গে নলডাঙ্গা থানা পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মাধনগর স্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় রেললাইনে শিকল প্যাঁচানো অবস্থায় প্রথমে এক পথচারী দেখতে পান। তিনি স্থানীয় লোকজনকে জানান। পুলিশ ও স্টেশন মাস্টারের কাছেও খবর যায়। পুলিশ ঘটনাস্থলে যায়। নওগাঁর আত্রাই থেকে এক মিস্ত্রি এনে শিকল কেটে ফেলা হয়। তালাসহ শিকলটি মাধনগর স্টেশন কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে।এ ঘটনায় সীমান্ত এক্সপ্রেস ট্রেন ৩ ঘণ্টা, নীলসাগর এক্সপ্রেস ২ ঘণ্টা এবং একতা এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে চলাচল করে। তবে বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।নাটোরের সহকারী স্টেশন মাস্টার শামসুন্নাহার বেগম বলেন, খবর পেয়েছি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত, তবে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নাশকতার উদ্দেশ্যে করা হতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।ভোরের আকাশ/এসএইচ
০৪ আগস্ট ২০২৫ ০২:০১ পিএম
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি: প্রায় ৯০ লক্ষ টাকার মালামাল লুট
নাটোর চিনিকলের গার্ডদের বেঁধে রেখে মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চিনিকলের কারখানায় থাকা ৯০ লক্ষ ৪ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান কর্তৃপক্ষ।শনিবার (২ আগস্ট) রাত দেড়টা থেকে রোববার (৩ আগস্ট) ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে।নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, শনিবার রাতে প্রচন্ড বৃষ্টির মধ্যে রাত দেড়টার দিকে ২০/২৫ জনের একটি ডাকাত দল মিলের প্রধান গেটে গিয়ে সেখানকার নৈশ প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত, পা ও মুখ বেঁধে রেখে ভিতরে প্রবেশ করে। পরে মিলের ভিতরে থাকা আরো ৭ জন নৈশ প্রহরীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বেঁধে বয়লার রুমে আটকে রাখে। পরে ডাকাতরা মিলের কারখানার বিভিন্ন স্থানে থাকা তামা, পিতল, লোহা ও সিলভারের দামি দামি যন্ত্রপাতি লুট করে ট্রাক ভর্তি করে নিয়ে চলে যায়।প্রায় তিন ঘন্টা ধরে ডাকাতরা তাদের কার্যক্রম চালায় মিলের ভিতর। পরে ভোরের দিকে একজন নৈশ প্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজিয়ে দেয় এবং অন্য প্রহরীদের বাঁধন খুলে দিয়ে মসজিদের মাইক থেকে মাইকিং করে ডাকাতির ঘটনাটি জানান সবাইকে।নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ঘটনার তদন্ত কাজ চলছে।ভোরের আকাশ/ তা.কা
০৩ আগস্ট ২০২৫ ১২:৩৬ পিএম
নাটোরে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালক নিহত
নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি গাড়ীকে অভারটেকিং করার সময় প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারীচালিত অটোভ্যান চালক নিহত হয়েছে।শনিবার (২৬ জুলাই )দুপুর দুইটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের মকিমপুর ঢালান এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে হাসান আলী (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নাটোর থেকে পাবনা গামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ৩৭-৫৭৭২) নাটোর-পাবনা মহাসড়কের মকিমপুর ঢালান এলাকায় অজ্ঞাত একটি গাড়ীকে অভারটেকিং করার সময় কয়েন বাজার থেকে বনপাড়া গামী ব্যাটারীচালিত অটোভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই ভ্যানের চালক মারা যায়।তিনি বলেন, প্রাইভেটকার ও ব্যাটারীচালিত অটোভ্যান জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
২৭ জুলাই ২০২৫ ১০:০০ এএম
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
নাটোরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের যাত্রী ৫নারীসহ ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলে ৫ জন এবং আহত দুজনকে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজন মারা যায়। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের জেলার বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।ছবি : ভোরের আকাশপ্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের জেলার বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রীজ এলাকায় ঢাকা গামী যাত্রীবাহী সাদা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৩-৯৭৯২) সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট ২৪-৪৮৬৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চাপায় ঘটনা স্থালে মাইক্রোবাসের যাত্রী চার নারীসহ ৫জন নিহত হয়। পরে আহতদের বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরেক নারী মারা যায়। হতাহতদের তাৎক্ষনিত পরিচয় না পাওয়া গেলেও তারা সকলে একই পরিবারের লোকজন বলে ধারণা করা হচ্ছে।বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে শুধু মাইক্রোবাসের চালকের নাম জানা গেছে। তাঁর নাম রুবেল হোসেন (৩২)। বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। হতাহত ব্যক্তিরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের আরোহী।বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ দিকে আইড়মারী এলাকায় মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রুবেল হোসেনসহ পাঁচজন নিহত হন। গুরুতর আহত দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। অন্য আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান নামের একজন বলেন, মাইক্রোবাসটি অন্য একটি গাড়িকে অতিক্রম করছিল। তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ।হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হতাহত ব্যক্তিরা মাইক্রোবাসের আরোহী ছিলেন। তাঁদের সবার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।ভোরের আকাশ/এসএইচ
২৩ জুলাই ২০২৫ ১১:৫৬ এএম
নাটোরে আ.লীগ নেতাসহ ১৭ জনকে কারাগারে প্রেরণ
নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা শ্লোগান দেয়া নিয়ে বিএনপি কর্মীদের সাথে সংঘর্ষ ও গুলিবর্ষণের মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলীসহ ১৭ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৯ জুন)দুপুরে এজাহার ভূক্ত ১৯ আসামি নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোঃ নাসিরুল হকের আদালতে আত্নসমর্পণ করে জামিনের আবেদন জানায়।শুনানী শেষে বিচারক ২ জনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৭জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।কারাগারে পাঠানো অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন ।চলতি বছরের ৩১ মার্চ লালপুর উপজেলার বলিতিতা ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে জয় বাংলা শ্লোগান দেয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।ভোরের আকাশ/
১৯ জুন ২০২৫ ০৬:০০ পিএম
লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮ জুয়াড়ি আটক
নাটোরের লালপুরে জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ জুন) রাত সাড়ে ১১ টায় দক্ষিণ লালপুর (বাঙ্গালপাড়া) এলাকায় লালপুর সেনা ক্যাম্পের সহায়তায় পরিচালিত একটি অভিযানে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, বদরুলের ছেলে রকি খান (২৫), আইয়ুব আলীর ছেলে সজীব ইসলাম (২২), খালেক মোল্লার ছেলে জাকির মোল্লা (২০), ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (১৫), অমিত বেপারীর ছেলে সুখ চাঁদ বেপারী (২৬), আলম চানের ছেলে সবুজ (২৫), আক্কাসের ছেলে সালাম (৪০), ছবির শেখের ছেলে রাজন শেখ (১৭)।এ সময় তাদের কাছ থেকে নগদ ২৯ হাজার ৭শত ৪০টাকা উদ্ধার করে সেনাবাহিনী। পরে তাৎক্ষণিক তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।ভোরের আকাশ/আজাসা
১৫ জুন ২০২৫ ০৫:০০ পিএম
চলনবিলে আগাম বন্যায় ডুবছে কৃষকের স্বপ্ন
নাটোরের চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর ,সিংড়া ও তাড়াশ উপজেলার বিস্তীর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সময়ের আগে হওয়া বন্যার পানিতে ডুবে যাচ্ছে সদ্য পাকা বোরো ধান। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। শ্রমিক সংকট ও ধান সংরক্ষণের সমস্যাও যেন কৃষকের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।জানা যায়, চলনবিল এলাকায় পানির উচ্চতা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে যারা সরিষা তোলার পর নামলা জাতের বোরো ধান রোপণ করেছিলেন, তারা পড়েছেন বিপাকে। অনেক জমির ধান ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। কেউ কেউ কষ্ট করে ধান কাটলেও শ্রমিক সংকট ও পরিবহন সমস্যার কারণে তা ঘরে তুলতে পারছেন না।স্থানীয় কৃষক ফিরোজ সরদার জানান, সরিষা তোলার পর চলতি বছর ১০ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছিলাম। আবাদ ভালো হয়েছিল, ফলনও ভালো হতো- যদি এই আগাম বন্যার পানি না আসতো। এখন ধান পেকে গেছে, কিন্তু সময়মতো ঘরে তুলতে না পারলে সব পানির নিচে চলে যাবে। শ্রমিক পাচ্ছি না, আর যারা আছে তারা অতিরিক্ত মজুরি চাচ্ছে। অর্ধেক ধান দিয়েও ফসল ঘরে তুলতে পারছি না।এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, চলনবিল এলাকায় প্রায় ৩০ ভাগ জমিতে সরিষা তোলার পর নামলা জাতের বোরো ধান রোপণ করা হয়। এটি একটি লাভজনক পদ্ধতি হলেও ঝুঁকিও রয়েছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ধান ঘরে তুলতে না পারলে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তিনি আরও বলেন, বর্তমানে দ্রুত শ্রমিক সরবরাহ এবং কৃষকদের জন্য জরুরি সহায়তা প্রয়োজন। দেরি হলে ক্ষতির মাত্রা আরও বাড়বে।স্থানীয় হাটবাজার ঘুরে দেখা যায়, সাধারণত ধান কাটার মৌসুমে যারা দিনমজুর হিসেবে মাঠে কাজ করতেন, তারা অনেকেই এখন অন্য পেশায় যুক্ত হয়ে পড়েছেন। ফলে শ্রমিক সংকট দেখা দিয়েছে। যারা এখনো ধান কাটার কাজে যুক্ত, তারা দাবি করছেন অতিরিক্ত মজুরি; যা কৃষকদের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে।গুরুদাসপুরের বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের শিক্ষক ও কৃষিবিদ জহুরুল হক সরকার বলেন, সরিষার পর নামলা জাতের বোরো ধান চাষ একটি উৎকৃষ্ট কৃষি কৌশল হলেও সামান্য দুর্যোগে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সুনির্দিষ্ট আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চাষ না করলে কৃষকদের এই ধরনের ঝুঁকি নিতে হয়।এছাড়াও স্থানীয়ভাবে ধান পরিবহণ ও সংরক্ষণের আধুনিক ব্যবস্থা না থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে নৌকায় করে ধান ঘরে তুলছেন- যা অত্যন্ত সময় সাপেক্ষ ও শ্রমসাধ্য। অনেক ক্ষেত্রে ধান পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।এই সংকট থেকে উত্তরণে স্থানীয় কৃষক ও সচেতন মহল সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। তারা বলছেন, শ্রমিক সংকট মোকাবিলায় অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, যন্ত্রচালিত ধান কাটার সরঞ্জাম বিতরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনা জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে হবে। না হলে চলনবিল এলাকার কৃষকদের এ মৌসুমের ঘামঝরা পরিশ্রম একেবারে ভেসে যাবে পানির স্রোতে।ভোরের আকাশ/আজাসা