গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ০৬:০৮ পিএম
ছবি: ভোরের আকাশ
গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক দেনমোহর মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘ ৩ বছর ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ সামিউল ইসলাম (৩৬) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় এক মাসের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গত রবিবার (৩ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করে সাদুল্লাপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত সৈয়দ সামিউল ইসলামের বাড়ি সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সৈয়দ মনোয়ার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন বলেন, 'দীর্ঘদিন ধরে আসামিকে গ্রেফতারে আমাদের চেষ্টা চলছিল। এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল ফোন ট্র্যাকিং শুরু করি। এক মাস নজরদারির পর রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।'
তিনি আরও জানান, 'আসামিকে সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।'
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ (সাদুল্লাপুর) আবু রায়হানের আদালতে দায়ের হওয়া একটি দেনমোহর সংক্রান্ত পারিবারিক মামলায় সৈয়দ সামিউলের বিরুদ্ধে রায় ঘোষিত হয়। মামলাটি ছিল নম্বর ৫৬/২২। আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘ তিন বছর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন। এ অবস্থায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এদিকে, বহুদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি সামিউলকে গ্রেফতার করায় মামলার বাদী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ভোরের আকাশ/জাআ