জুলাই গণঅভ্যুত্থান
চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫ ০১:১৪ পিএম
রায়গঞ্জে আহত ও শহীদ পরিবারের মাঝে অনুদান বিতরণ
জুলাই গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের রায়গঞ্জে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক ও শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে এ চেক এবং সঞ্চয়পত্র তুলে দেন।
এ সময় রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মো. আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, সাংবাদিক গোলাম মুক্তাদির, উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনের আহবায়ক সাইমুজ্জামান শ্রাবণ, সদস্য সচিব শেখ রিয়াদ, মুখপাত্র ইশরাত জাহান এশা ও আহতরাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলার ৪৫ জন আহতদের মধ্যে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। সেই সাথে জুলাই গণঅভ্যুত্থানে ২ জন শহিদ পরিবারের মাঝে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লাখ টাকার সঞ্চয়পত্র বিতরণ করা হয়।
ভোরের আকাশ/আজাসা