টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫ ০৫:৫১ পিএম
টাঙ্গাইলে বাস ও ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২
টাঙ্গাইলের কালিহাতিতে বাস ও ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজন নিহত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নাগবাড়ি এলাকায় বাসে এবং সকালে একই উপজেলা এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ি এলাকায় ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কালিহাতিতে কালিহাতীর নাগবাড়ী এলাকায় চলন্ত বাসের ছাদ থেকে পড়ে রানা ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক রানা পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গ্রামের মোতালেব ছেলে। পুলিশ খবর পেয়ে কালিহাতী সড়কের ধল্লাই এলাকা রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে।
অপরদিকে সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদে করে মানুষ বাড়ি ফিরছিল। ট্রেনটি দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তি রাস্তার পাশে পরে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। তবে এই ঘটনায় ট্রেন থামেনি। রেল পুলিশ দীর্ঘ সময় পার হলেও মৃতদেহের খোঁজ নেয়নি। নিহত ব্যক্তির নাম ঠিকানা এখনো জানা যায়নি।
কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন বলেন, বাসটি সখিপুর হয়ে কালিহাতি দিয়ে পাবনা যেতে চেয়েছিল পথিমধ্যে তার শরীর খারাপ হওয়ায় বাসের ছাদে বসলে সেখান থেকে পড়ে গিয়ে মারা যায় তিনি।
ভোরের আকাশ/আজাসা