নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫ ০৫:৪৩ এএম
একযোগে বদলি করা হলো ময়মনসিংহের ছয় থানার ওসিকে
জনস্বার্থে একযোগে বদলি করা হয়েছে ময়মনসিংহ জেলার ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। রোববার ও সোমবার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে এআইজি মো. মিনহাজুল আলম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
বদলিকৃত থানাগুলো হলো: কোতোয়ালি মডেল, গৌরীপুর, ভালুকা, নান্দাইল, হালুয়াঘাট ও মুক্তাগাছা।
সোমবারের প্রজ্ঞাপনে বদলি হওয়া চার ওসি হলেন:
কোতোয়ালি মডেল থানা: মো. শফিকুল ইসলাম খান শফিক → চট্টগ্রাম রেঞ্জ
গৌরীপুর থানা: মির্জা মাজহারুল আনোয়ার → চট্টগ্রাম রেঞ্জ
ভালুকা মডেল থানা: মো. শামছুল হুদা খান → চট্টগ্রাম রেঞ্জ
নান্দাইল থানা: ফরিদ আহমেদ → রাজশাহী রেঞ্জ
রোববারের আদেশে বদলি হয়েছেন:
হালুয়াঘাট থানা: আবুল খায়ের → এপিবিএন
মুক্তাগাছা থানা: মোহাম্মদ কামাল হোসেন → বরিশাল রেঞ্জ
ঘুষ-চাঁদাবাজির অভিযোগ: ভালুকা থানার ওসি শামছুল হুদার বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তার মালিকানায় ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি ও ফ্ল্যাট রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।
সীমান্ত চোরাচালানের অভিযোগ: হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও দালালদের সহায়তায় সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালানে জড়িত ছিলেন। এছাড়া বিএনপি-জামায়াত কর্মীদের নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ভেরের আকাশ//হ.র