সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ০৬:৫৮ পিএম
ছবি: ভোরের আকাশ
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি-” প্রতিপাদ্য নিয়ে সমমনা শিক্ষক সমিতি (সশিস), চট্টগ্রামের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বান্দরবানের তং রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সশিসের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী আকবর হোসেন।
বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড— শিক্ষক সমাজের ঐক্য ও সহযোগিতার মাধ্যমেই জ্ঞানভিত্তিক সমাজ গঠন সম্ভব।
সভাপতির বক্তব্যে অধ্যাপক শহীদুল্লাহ বলেন, “শিক্ষকতা শুধু পেশা নয়, এটি মানুষ গঠনের শিল্প।”
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত (২০২৫–২০২৭) কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বান্দরবান ভ্রমণে অংশ নেন।
ভোরের আকাশ/জাআ