নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫ ০৫:৫১ পিএম
নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাস আগাম সাড়াদান কর্মসূচি
পিরোজপুরের নাজিরপুরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণ কর্মসূচি বিষয়ক অভহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, নাজিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস, এম সিপার, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার পিরোজপুর এর সম্পাদক অনুপ কুমার সিকদার, নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন, উপজেলা সকল দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
এ সময় প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়াবলী নিয়ে ধারণা প্রদান করা হয়। বিশেষ করে সম্প্রতি সময়ে উপজেলায় প্রলয়ঙ্কারী বন্যা ও বন্যা পরবর্তী মানুষের পূনর্বাসন, খাদ্য সহায়তা, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়, আশ্রয় কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত, গবাদি পশুপাখির খাদ্য সংকট নিরসন, বিদ্যুৎ ব্যবস্হা সচল, জরুরী স্যানিটেশন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/জাআ