মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫ ০৭:৫৩ পিএম
মানিকগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত
অটিস্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ক্রীড়া উৎসব।
সোমবার (২ জুন) জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে এই আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তর।
উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আক্তার বন্যা। বিভিন্ন বিশেষায়িত বিদ্যালয়ের ৬০ জন শিশু-কিশোর এতে অংশ নেয়।
শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
ভোরের আকাশ/এসএইচ