আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৫ ০৮:৪৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৯ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, নবীনগর উপজেলার সিরাজুল ইসলাম (৯৫), আক্তার খন্দকার (৬০), পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলার বগডহর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর-রাধিকা সড়কে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা উপজেলার কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার নিহত হন। দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলে থাকা অন্তত আরো ৫জন আরোহী আহত হন।
সূত্র আরও জানায়, আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে বিল্লাল হোসেন ও প্রায় শতবর্ষী সিরাজুল ইসলাম (৯৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে একই রাতে পৃথক এক সড়ক দূর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা নামকস্থানে দেবাশীষ মোহন্ত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর গ্রামের বাদল চন্দ্র মোহন্তের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, দেবাশীষ মোহন্ত তার এক সহকর্মী উদয়কে সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়াতে এসেছিলেন। পরে রাতে মোটরসাইকেলযোগে কর্মস্থল সাভারে ফিরে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেবাশীষ মারা যান।
ভোরের আকাশ/আমর