গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫ ০৭:৫০ পিএম
গাইবান্ধায় গাছ থেকে ইলেক্ট্রিক মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সোলায়মান শেখ (৪২) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের একটি ইউক্যালিপ্টাস গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সোলায়মান শেখ উপজেলার কামারদহ ইউনিয়নের বার্নাচন্দ্রশেখর গ্রামের জামাল শেখের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সারারাত আর বাড়িতে ফেরেননি ওই ইলেকট্রিক মিস্ত্রি সোলায়মান। পরদিন সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের একটি ইউক্যালিপ্টাস গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার পা’দুটি মাটির সাথে লেগে থাকায় এটিকে আত্মহত্যার ঘটনা বলে মানছেন না তার স্বজনরা। মৃত্যুর বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন স্বজন ও এলাকাবাসী। পরে খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার (ওসি তদন্ত) ইকবাল পাশা বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/জাআ