পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ০৭:৪০ পিএম
পাথরঘাটায় বিচার বিভাগীয় কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ
বিচার প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করতে বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত হলো বিচার বিভাগীয় কর্মচারীদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টায় পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ।
প্রশিক্ষণ কর্মশালায় কর্মচারীদের পেশাগত দক্ষতা, নৈতিকতা, দাপ্তরিক আচরণ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষত বিচারিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ ও আধুনিক প্রশাসনিক কৌশল নিয়ে উপস্থিত কর্মচারীদের হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে এস. এম. শরিয়ত উল্লাহ বলেন, “বিচার বিভাগে সাধারণ জনগণের আস্থা গড়ে তুলতে দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। নিয়মিত প্রশিক্ষণ কর্মচারীদের পেশাগত উৎকর্ষ নিশ্চিত করে, যা বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলে।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি একরাম হোসেন, পাথরঘাটা পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর ফারুক আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
ভোরের আকাশ/আজাসা